কলকাতা: আর জি কর-কাণ্ডের (R G Kar News) ২০ দিন। রাজপথে প্রতিবাদের ঢেউ। বিচারের দাবিতে মিছিল। কলেজ স্ট্রিট, শিয়ালদা থেকে শ্যামবাজার। দিকে দিকে প্রতিবাদ মিছিল। প্রতিবাদ মিছিলে দেখা গেল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর সন্তানকেও। বিক্ষোভ সল্টলেকেও।
বিচারের দাবিতে মিছিল: কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক মিছিলে পা মেলালেন অভিনেতা চন্দন সেন, বাদশা মৈত্র, গায়ক পটা সহ বিশিষ্টরাও। চন্দন সেন বলেন, “যদি সরকার মনে করে যে তাদের হুমকি, ডাক্তারদের প্রতি হুমকি এইগুলো দিয়ে মানুষ চুপ করে যাবে তাহলে তাঁরা ভুল করছেন। কারণ এটা আর শুধুমাত্র কলকাতার বিষয় নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিষয় নেই। এটা সারা দেশের বিষয় হয়ে গেছে এবং দেশের বাইরের বিষয় হয়ে গেছে। সুতরাং এটা এত সহজে চেপে দেওয়া যাবে না।” অভিনেতা বাদশা মৈত্রর কথায়, “বিচার মানে কোনও একজনের সাতদিনে ফাঁসি নয়। বিচার হচ্ছে এই জাতীয় অপরাধ কারা সংগঠিত কারা করে, কাদের কাদের মদত থাকে এর পিছনে। কতদিন ধরে এই অভিযোগগুলো এসেছে? এই যে সুপার যার সম্পর্কে ডেপুটি সুপার এক বছর আগে অভিযোগ করেছিলেন। কেন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি? সরকারের কোন স্তর এর সঙ্গে যুক্ত আছে। প্রশাসন কীভাবে জড়িত। এইসবটার বিচার চাই।”
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাজ থেকে বিশিষ্টজন, প্রতিবাদে মিলল সমাজের সব অংশের স্বর। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে পথে নামলেন মহিলারা। এদিন কলেজ স্কোয়ার থেকে শ্য়ামবাজার পর্যন্ত অঙ্গীকার যাত্রা করেন তাঁরা। পরিচালক শতরূপা সান্য়াল বলেন, “বিচার মিলতেই হবে। কারণ মানুষ খেপে গেছে। এটা অনেকটা সহ্য়ের সীমা ছাড়িয়ে যাচ্ছে। ৯ তারিখের ঘটনা। আজকে ২৯ তারিখ। ২১ দিন পেরিয়ে তিন সপ্তাহ পেরিয়ে গেছে। আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। সত্য়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানুষ খেপে গেছে।”
শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত নাগরিক দ্রোহ করে নাগরিক সমাজ। নাগরিক মিছিলের আহ্বায়ক মৃন্ময় সেনগুপ্ত বলেন, “বিভিন্নরকম সামাজিক, সাংসকৃতিক, পরিবেশ আন্দোলনের সংগঠকরা মিলে আমরা আজকে বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবসে আমরা আর জি কর-কাণ্ড সহ যাবতীয় সারা ভারতবর্ষে যেরকমভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটছে তার ন্য়া বিচারের দাবিতে এবং তার পাশাপাশি সামাজিক ন্য়ায়ের দাবিতে আজকে নাগরিক দ্রোহের নাম দিয়ে আজকের এই মিছিলের ডাক দিয়েছি।” হেদুয়ায় বেথুন কলেজের সামনে থেকে শ্য়ামবাজার পর্যন্ত মিছিল করে পশ্চিমঙ্গ রাজ্য় সরকারি পেনশনার্স সমিতি। কর্মস্থলে নারীদের সুরক্ষা ও আর জি কর-কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিদ্য়ুৎভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মৌন মিছিল করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ইঞ্জিনিয়ার্স অ্য়াসোসিয়েশন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Police Officer Injured: ফাটেনি রেটিনা, এখনও জমাট বেঁধে রক্ত, কেমন আছেন নবান্ন অভিযানে আহত পুলিশকর্মী?
আরও দেখুন