কলকাতা: বাংলা বনধ সফল করতে রাস্তায় নেমেছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এদিন গো ব্যাক স্লোগান দেওয়া হয় রূপাকে । এদিন তিনি বলেন, ‘আমরা রাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক দল। মহিলা পুলিশকে তিনি বলেন, ম্যাডাম আমরা কিছু করিনি। আমরা কি ভাঙচুর করতে এসেছি ? এটা আমার রাজ্য। এই রাজ্যে আমি বড় হয়েছি। আমি আপনাদের হাতজোড় করে অনুরোধ করছি মারধর করবেন না। তৃণমূলের মানুষরা যদি নিজেদের মানুষ নয় বলে প্রমাণ করতে চায়, আমার কিছু করার নেই।’ যদিও এরপরেই আটক করা হয় রূপা গঙ্গোপাধ্যায়কে।
গতকাল আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযানে তৈরি হয়েছিল তুলকালাম পরিস্থিতি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান রুখতে আগে থেকেই কড়া ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, জলকামান, টিয়ার শেল চার্জ কোনও কিছু বাদ যায়নি। আটক হয়েছে বহু। এরপরেই গতকাল বারো ঘণ্টার বনধের ডাক দেয় বিজেপি। উত্তপ্ত পরিস্থিতিতে ফের একবার শুভেন্দু অধিকারীর মুখে শোনা যায় রাষ্ট্রপতি শাসনের কথা।
শুভেন্দু বলেন,’আমি চাইব মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর পদ থেকে এবং বিশেষ করে পুলিশ এবং স্বাস্থ্য দফতর, যে দুটোর বিরুদ্ধে মানুষ আজ উত্তেজিত, তিনি পদত্যাগ করুন এবং রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব, আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন। পশ্চিমবঙ্গে এই গুন্ডারা, ধর্ষকরা জেলে যাক, ফাঁসি হোক এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে জনগণ নির্ভয়ে তার পছন্দের দলকে গ্রহণ করে, সুশাসন প্রতিষ্ঠা হোক।’
আরও পড়ুন, ‘ছাত্রদের উপর লাঠি চলল কেন ?’ RG Kar-এর ‘ধর্ষকদের ফাঁসি’ চাইলেন শুভেন্দু
বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধ ঘিরে উত্তেজনা। বিজেপি, তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা। পুরাতন মালদার বুলবুলি মোড় এলাকায় উত্তেজনা। পুলিশের সামনেই বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতি। ব্যারাকপুর স্টেশনে বিজেপির রেল অবরোধ ঘিরে ধুন্ধুমার। বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে কার্যত ধাওয়া করে স্টেশন চত্বর থেকে বের করে দিল তৃণমূল। বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা পুলিশের। বিজেপির বনধ ঘিরে রামপুরহাটেও তুমুল উত্তেজনা। রেল অবরোধ করতে এলে পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের। মালদার ইংরেজবাজারেও বিজেপির বনধ ঘিরে উত্তেজনা। বিজেপির কর্মী সমর্থকদের সরাল রাস্তা থেকে সরাল পুুলিশ। শ্যামবাজার মেট্রো স্টেশনে শাটার নামানোর চেষ্টা, বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন