কলকাতা : মঙ্গলবার নবান্ন অভিযান। ছাত্রসমাজের এই অভিযানকে রুখতে শহর জুড়ে কড়া পুলিশি ব্যবস্থা। কিন্তু তার আগে বাধ সাধছে বৃষ্টি। আগের রাত থেকেই শহর ও শহরতলিতে প্রবল বৃষ্টিপাত চলছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘনীভূত হয়েছে নিম্নচাপ। আগামী ২ দিনের মধ্যে তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার উত্তর দিকে বিস্তৃত হতে পারে। তারপর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। অন্যদিকে আগামী ২ দিনে পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাজুড়ে দুর্যোগের ছবি। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আরও।
মঙ্গল ও বুধবার অনেকগুলি জেলায় চলবে টানা বৃষ্টিপাত। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তে চলবেই, তবে তা বাড়তেও পারে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে বৃষ্টি হবে তুমুল। ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে এক বা দুটি জায়গায়।
বৃষ্টির তীব্রতা তটাই বেশি হতে পারে যে, গাড়ি চালানোর সময় থাকতে হবে সতর্ক। বৃষ্টির জেরে হ্রাস পেতে পারে দৃশ্যমানতা। একদিকে কলকাতায় নবান্ন অভিযানের জেরে বেশ কয়েকটি রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছেই, তাই অন্য রাস্তায় চাল থাকবে ট্রাফিকের। তাই সাময়িক যানজটের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ ভাবে সতর্ক করা হচ্ছে গ্রামের মাটির বাড়ির বাসিন্দাদের। নিচু সড়কে অস্থায়ীভাবে জল জমতে পারে। এই বর্ষাতেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা ঘটেছে একাধিক। তাই প্রচণ্ড বৃষ্টির সময় বাইরে যাওয়ার সময় সতর্ক থাকতে বলছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে ট্র্যাফিক অ্যাডভাইজরি নজরে রাখের পরামর্শ দেওয়া হচ্ছে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে হাওয়া – অফিস।
অন্যদিকে এদিন উত্তরবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মালদহের এক বা দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। ২৬ অগাস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে হতে পারে ঝড়ও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন, আজ নবান্ন অভিযান কর্মসূচি, কলকাতায় আসতে গেলে, কোন রাস্তা ধরতে হবে?
আরও দেখুন