# Tags
#Blog

CBI-র কাছে অনুরোধ থাকবে,এই জায়গাগুলো সম্পূর্ণরূপে তদন্ত করা হোক:আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক

CBI-র কাছে অনুরোধ থাকবে,এই জায়গাগুলো সম্পূর্ণরূপে তদন্ত করা হোক:আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক
Listen to this article



<p>ABP Ananda LIVE: ‘কেন এত সকালে এত লোকজন থাকল? ওই ভিডিও ফুটেজে বিভিন্ন ধরনের লোকজন আছে। ফলে সিবিআইয়ের কাছে আমার অনুরোধ থাকবে এই জায়গাগুলো যা যা উঠে আসছে, তা সম্পূর্ণরূপে তদন্ত হওয়া উচিত।&nbsp; সিবিআই এই বিষয়গুলি সম্পূর্ণভাবে তদন্ত করে সঠিক সিদ্ধান্তে আসা হোক। আর জি করের না হয়ে থাকলে কেন আসবে? অবশ্যই তাঁরা বহিরাগত’, মন্তব্য আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত&nbsp; মাহাতো।&nbsp;</p>
<p>’পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনও সংগঠনের কথা আগে শুনিনি’। ‘শুরু থেকে বলা হচ্ছে এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক’। ‘বলা হচ্ছে এটা ছাত্র আন্দোলন, অথচ পরীক্ষার দিন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে’। ‘সংগঠকদের একজন গতকাল শহরের পাঁচতারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন’। ‘মহিলা ও পড়ুয়াদের সামনে রেখে পিছন থেকে অশান্তি-হিংসার চক্রান্ত করা হচ্ছে’। ‘নেপথ্যে যাঁরা আছেন, তাঁরা হয়ত ঘটনাস্থলে থাকবেন না, কিন্তু উস্কানি দেবেন’। ‘তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করবে পুলিশ’। ‘কাল NTA-এর পরীক্ষা রয়েছে’। ‘পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, পুলিশ সেই চেষ্টা করবে’। ‘কালকের নবান্ন অভিযানের নেপথ্যে রয়েছে দুষ্কৃতীরা, তথ্য আছে পুলিশের কাছে’। ‘অশান্তির ছক কষছে দুষ্কৃতীরা’। ‘নবান্ন চত্বরে কর্মসূচি করতে গেলে পুলিশের অনুমতি প্রয়োজন’।</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal