Sukanya Samriddhi Account: কন্যা সন্তানের (Girl Child) আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে অনেকেই দ্বারস্থ হন এই সরকারি স্কিমের (Small Savings Scheme) অধীনে। নিশ্চিত টাকার গ্যারান্টি থাকায় সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Account) ভরসা করে ভারতবাসী। তবে এই স্কিমের নিয়মে এসেছে একাধিক বদল। এই বিষয়ে না জানলে আপনারই ক্ষতি।
১ অক্টোবর থেকে নিয়মে বদল
বিনিয়োগকারীদের মনে রাখা উচিত, 1 অক্টোবর, 2024 থেকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের নতুন নিয়ম প্রযোজ্য হবে, যা চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকের শুরু হয়েছে। এই সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রক পোস্ট অফিসগুলির মাধ্যমে জাতীয় ক্ষুদ্র সঞ্চয় (এনএসএস) স্কিমে নানা নিয়মে পরিবর্তনের কথা বলেছে। সেখানে বলা হয়েছে এই সিকিমের অধীনে ইরেগুলার অ্যাকাউন্টগুলি রেগুলার করার জন্য গৃহীত নতুন নিয়মগুলি মেনে চলতে হবে। সেই বিষয়ে বিশদ বিবরণ সহ একটি বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ মন্ত্রকের অধীনস্থ শাখা।
অর্থ মন্ত্রক হল ক্ষুদ্র সঞ্চয় অ্যাকাউন্টগুলি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। যেকোনও অ্যাকাউন্ট নিয়ম না মানলে অর্থ মন্ত্রকের প্রয়োজনীয় বিভাগে তা নির্দেশিত হবে। বিভাগটি ছয়টি নতুন নিয়ম প্রকাশ করেছে যা জাতীয় সঞ্চয় প্রকল্প, পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে বিনিয়োগকারীদের জন্য প্রাসঙ্গিক।
সুকন্যা সমৃদ্ধি যোজনার গ্রাহকদের জন্য কী নিয়ম
অভিভাবক ছাড়া দাদু-দিদিমা বা অন্য কারও দ্বারা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুললে
(ক) দাদু-দিদিমা অভিভাবকত্বের অধীনে খোলা অ্যাকাউন্টের ক্ষেত্রে ( আইনি অভিভাবক ব্যতীত) অভিভাবকত্ব বলবৎ আইনের অধীনে এই অ্যাকাউন্ট একজন জীবিত পিতামাতা বা আইনি অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।
(খ) সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম, 2019-এর অনুচ্ছেদ 3 লঙ্ঘন করে একটি পরিবারে দুটির বেশি অ্যাকাউন্ট খোলা হলে অনিয়মিত অ্যাকাউন্টগুলিকে স্কিমের নির্দেশিকা লঙ্ঘন বলে গণ্য় করে বন্ধ করে দেওয়া হবে।
১৫ বছরে কত পাবেন, কত আসবে ২১-এ
সুকন্যাতে 15 বছর (অ্যাকাউন্ট খোলার পর থেকে) বছরে মাত্র ₹1.5 লক্ষ সঞ্চয় করতে থাকেন, তাহলে 15 বছর পর তার ₹45 লক্ষ টাকা থাকবে বলে আশা করা হচ্ছে। যদি 21-বছরের অ্যাকাউন্টের মেয়াদপূর্ণ হওয়া পর্যন্ত টাকাটি আরও 6 বছর না তোলেন, তাহলে কর্পাস (15-21 বছরের মধ্যে কোনও নতুন অবদান ছাড়াই) বর্তমান 8.2% সুদের হার ধরে নিয়ে আরও বেড়ে ₹69-70 লক্ষ হবে ত্রৈমাসিক সুদের হার পরিবর্তন সাপেক্ষে)।
আরও পড়ুন : Sukanya Samriddhi Yojna: কেবল সুকন্যা সমৃদ্ধি করলেই ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে মেয়ের, এই বিষয়ে জানেন ?
আরও দেখুন