অতসী মুখোপাধ্যায়, কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar News) প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছিল টালিগঞ্জের আর্টিস্ট ফোরাম (Artist Forum)। বাংলা চলচ্চিত্র জগতের একাধিক মানুষ একসঙ্গে প্রতিবাদের সরব হন। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করা হয়। আন্দোলনের মঞ্চে উপস্থিত থাকতে দেখা গেল দেব (Dev), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), রূপা গঙ্গোপাধ্যায়, চৈতী ঘোষাল, তনুশ্রী চক্রবর্তী, পাওলি দাম (Paoli Dam), অর্জুন চক্রবর্তী, চন্দন সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্যায় প্রমুখকে। প্রতিবাদে সরব হয়ে কী বললেন ঋতুপর্ণা?
‘বিচার তো পেতেই হবে’, আরজি কর কাণ্ডে সরব ঋতুপর্ণা
প্রত্যেকদিন শহরজুড়ে, রাজ্যজুড়ে এমনকী দেশে বিদেশেও একাধিক প্রতিবাদ মিছিল, প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি একাধিক প্রতিবাদ মিছিলেন ডাক দিয়েছেন কখনও চিত্রশিল্পীরা, কখনও চলচ্চিত্র শিল্পীরা, কখনও সঙ্গীতশিল্পীরা, কখনও মনোবিদেরা, কখনও বা ফুটবল সমর্থকেরা।
এদিন টলিউডের আর্টিস্ট ফোরামের তরফে প্রতিবাদের ডাক দেওয়া হয়। কিন্তু এত প্রতিবাদ, মিছিলেও কি বিচার মিলবে? ঋতুপর্ণা সেনগুপ্তের কথায়, ‘বিচার তো পেতেই হবে। বিচার না পেলে তো এত মানুষের সংগ্রাম বৃথা যাবে।’ এরপরেই তাঁকে প্রশ্ন করা হয়, মহিলাদের নিরাপত্তার খাতিরে তাঁদের নাইট ডিউটি কমিয়ে দেওয়ার পরামর্শ প্রসঙ্গে। অভিনেত্রীর সপাট জবাব, ‘এটা তো অযৌক্তিক কথা।’
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা দেব এদিন বলেন, ‘পুরো ব্যাপারটা তদন্তের অধীনে রয়েছে। আমি মনে করি ভারতের সবচেয়ে ভাল সংস্থা, সিবিআই এর তদন্ত করছে। যে কোনও তদন্তকে একটু সময় দেওয়া উচিত বলে মনে করি। দুঃখজনক যে কলকাতা পুলিশ মাত্র ২-৩ দিন সময় পেয়েছিল। আমি মনে করি সিবিআই যা বলবে এই তদন্তের বিষয়ে তাই বিশ্বাস করা উচিত। আরও গুরুত্বপূর্ণ বিষয়, শুধুই কি আরজি কর? ১৪ দিনে ১৪০০-এর বেশি ধর্ষণের ঘটনা ঘটে গেল। মানুষের মধ্যে ভয় নেই? একটা ঘটনা নিয়ে এত আন্দোলন হচ্ছে, আমরা কিছুই করতে পারছি না? আমার মনে হয় সময় এসে গিয়েছে আমাদের সকলকে একত্রিত হয়ে এক্ষুনি ভারতে ধর্ষকদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে আসা উচিত। আজ সমস্ত দলকে একত্রিত হয়ে মৃত্যুদণ্ডের হয়ে আওয়াজ তোলা উচিত।’
আরও পড়ুন: RG Kar Lady Doctor’s Murder: ‘শরীরে ড্রাগ পুশ করে পাশবিক অত্যাচার’, আরজি কর-কাণ্ডে বিস্ফোরক দাবি TMC নেতার; নিশানায় কারা ?
পাওলি দামের দাবি, ‘২০২৪ সালে দাঁড়িয়ে মহিলাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রয়োজন… শুধু কাজের ক্ষেত্রে মেয়েদের বলব না, ছেলে মেয়ে নির্বিশেষে যে কোনও মানুষের নিরাপত্তা চাই। নিরাপত্তা আমার বাড়ি থেকে শুরু হবে। রাস্তায় বেরোলে নিরাপত্তা চাই। কাজের ক্ষেত্রে যেন শান্তিতে কাজ করতে পারি সেই নিরাপত্তা চাই।’
অন্যদিকে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় একদিকে উত্তাল গোটা দেশ। অন্য দিকে, হাসপাতালকে ঘিরে দুর্নীতির ভূরি ভূরি অভিযোগও সামনে আসছে। সেই আবহে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন