রাঁচি: তিনি ক্রিকেট মাঠের কিংবদন্তি। তবে ব্যাডমিন্টন ব়্যাকেট হাতে তুলে দিলে সেরাদের সঙ্গেও পাল্লা দিতে পারেন।
তিনি, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। যিনি ছোটবেলায় চেয়েছিলেন ফুটবলার হতে। রাঁচির স্কুলে ফুটবল দলের গোলকিপার ছিলেন। সেখান থেকে কোচ কেশব বন্দ্যোপাধ্যায়ের কথায় ক্রিকেট দলের উইকেটকিপার হিসাবে খেলা শুরু করেন। বাকিটা ইতিহাস। উইকেটের পিছনে গ্লাভস হাতে তাঁর ক্ষিপ্রতা গোটা বিশ্বের কুর্নিশ কুড়িয়ে নিয়েছে। ব্যাট হাতে তিনি ক্রিজে নামা মানেই মাহি মার রহা হ্যায়।
তবে ব্যাডমিন্টন কোর্টেও নেহাত কম যান না ধোনি। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সেখানে দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছেন ধোনি। তাঁর স্ম্যাশ নাস্তানাবুদ করে দিচ্ছে নেটের অপর প্রান্তের প্রতিদ্বন্দ্বীকে। সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আপাতত ছুটির মেজাজে রয়েছেন ক্যাপ্টেন কুল। পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক হিসাবে জোড়া বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ক্রিকেটার। তবে নিজেকে ফিট রাখতে চলতে শারীরিক কসরত চালিয়ে যাচ্ছেন ধোনি। ২০২৫ সালের আইপিএলেও তিনি খেলবেন বলেই এখনও পর্যন্ত ঠিক রয়েছে। চেন্নাই সুপার কিংস থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে, আনক্যাপড হিসাবে ধোনিকে নিলাম থেকে কেনার পরিকল্পনা করা হচ্ছে।
Mahi Smashing Hard in Badminton ! 🏸💥#MSDhoni #WhistlePodu #Dhoni @msdhoni
🎥 via abhishek pic.twitter.com/X2QMPi2nGj
— TEAM MS DHONI #Dhoni (@imDhoni_fc) August 24, 2024
তার মাঝে ধোনিকে ব্যাডমিন্টন কোর্টে দেখা গেল দুরন্ত ছন্দে। ব্যাডমিন্টন ডাবলস খেলছিলেন ধোনি। হলুদ টি শার্ট পরে কোর্টে রীতিমতো ঝড় তুলেছিলেন মাহি। লাফিয়ে উঠে দুরন্ত কিছু স্ম্যাশ মারেন ধোনি। যা দেখে ভক্তরা উচ্ছ্বসিত। কারণ, ধোনিকে হাঁটুর চোট বেশ ভোগাচ্ছিল। চিকিৎসক দীনশ পার্ডিওয়ালা তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন। তারপর দ্রুত সেরে উঠেছেন ধোনি। যেরকম লাফিয়ে স্ম্যাশ মেরেছেন, তাতে তাঁর ফিটনেস নিয়েও সব প্রশ্নকে যেন স্ট্রেট গেমে উড়িয়েছেন ধোনি।
আরও দেখুন