NOW READING:
অবসর ঘোষণা করতে চলেছেন কেএল রাহুল?
August 23, 2024

অবসর ঘোষণা করতে চলেছেন কেএল রাহুল?

অবসর ঘোষণা করতে চলেছেন কেএল রাহুল?
Listen to this article


নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হয়ে সম্প্রতি শ্রীলঙ্কা বিরুদ্ধে সিরিজ়ে অংশগ্রহণ করেছিলেন কেএল রাহুল (KL Rahul)। দলের গুরুত্বপূর্ণ সদস্যও তিনি। তবে হঠাৎই তাঁর অবসরের জল্পনায় সরগরম সোশ্যাল মিডিয়া। 

ঘটনার সূত্রপাত রাহুলের একটি পোস্ট ঘিরে। নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে একটি পোস্ট করেন ভারতের তারকা ক্রিকেটার। সেখানে তিনি জানান তাঁর কিছু ঘোষণা করার আছে। রাহুল লেখেন, ‘আমার কিছু ঘোষণা করার আছে। সঙ্গে থাকুন।’ সেই পোস্টটির পর থেকেই রাহুলের অবসরের জল্পনা শোনা যাচ্ছে। রাহুল গত বছরের ৫০ ওভারের বিশ্বকাপে ভাল ফর্মে থাকলেও, বর্তমানে রান পাচ্ছেন না। টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তিনি সুযোগ পাননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় দলে ছিলেন বটে। তবে প্রথম দুই ম্যাচে তিনি তেমন রান পাননি। তৃতীয় ম্যাচে একাদশ থেকেই বাদ পড়েন। তাঁর অফ ফর্মই যেন অবসরের জল্পনায় আগুনে ঘি ঢালার কাজ করছে। 

 

সোশ্য়াল মিডিয়ায় রাহুলের পোস্ট
সোশ্য়াল মিডিয়ায় রাহুলের পোস্ট

 

হয়তো রাহুলের এই পোস্টটি অন্য কোনও বিষয়েও হতে পারে যার সঙ্গে ক্রিকেটের কোনওরকম যোগ নেই। তবে তাতে জল্পনা অবশ্য থামছে না। ইতিমধ্যেই রাহুলের নাম নিয়ে বেশ কিছু ভুয়ো মন্তব্যও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। রাহুল ওই স্টোরির পর আরেকটি পোস্টও করেন বটে যেখানে কালো আবছাওয়ায় একজন দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কিন্তু তাতে কিছুই স্পষ্ট হয়নি। অনেকে আবার মনে করছেন রাহুল হয়তো লখনউ সুপার জায়ান্টস দল ছাড়তে চলেছেন, সেই ঘোষণাও করতে পারেন। গোটা বিষয়টি নিয়ে জট অব্যাহত। 

 

 

 

এখন অপেক্ষা সময়ের। সময়ই সবকিছুর জবাব দিতে পারবে। তবে মাত্র ৩২ বছর বয়সে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য রাহুলের অবসর ঘোষণা করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: খুনের মামলায় জড়তি শাকিব আল হাসান! বাংলাদেশের তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে দায়ের হল অভিযোগ 

আরও দেখুন





Source link