নয়াদিল্লি: আর জি কর কাণ্ডে গোটা দেশ যখন তোলপাড়, পাল্লা দিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। সেই নিয়ে এবার কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। আর জি করের নির্যাতিতাকে ঘিরে ১৫১ গ্রাম দেহরস উদ্ধারের যে তত্ত্ব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল, সেই নিয়েই এমন মন্তব্য করল শীর্ষ আদালত। সোশ্যাল মিডিয়ার তত্ত্ব বিশ্বাস করা উচিত নয় বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। (RG Kar Supreme Court Hearing)
বৃহস্পতিবার শীর্ষ আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI) এবং রাজ্য সরকারের রিপোর্ট নিয়ে শুনানি চলছিল। সেখানে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফিরতে বলে আদালত। সেই নির্দেশ দিতে গিয়ে আদালত বলে-
- সকলে কাজে ফিরুন। আমরা এই সংক্রান্ত নির্দেশ দিতে চলেছি। চিকিৎসকদের কিন্তু ডিউটিতে ফিরতে হবে। ওঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করতে কর্তৃপক্ষকে আবেদন জানাব। কিন্তু কাজে না ফিরলে সাধারণ মানুষ পরিষেবা পাবেন কী করে?
- আমাদের হাতে ময়নাতদন্তের আসল রিপোর্ট রয়েছে। ১৫০ গ্রাম বলতে কী বোঝানো হয়েছে, তা জানি আমরা। তর্ক করতে সোশ্য়াল মিডিয়ার তত্ত্ব টানবেন না।
- ন্যাশনাল টাস্ক ফোর্স সব পক্ষের কথা শুনবে। সরকারি হাসপাতালে যাঁরা চিকিৎসার জন্য যান, তাঁদের কথাও ভাবতে হবে। আবাসিক চিকিৎসকদের কথাও শুনতে হবে, সেই মতো নির্দেশ দেব আমরা।
- কমিটিতে সব পক্ষের লোককে ঢোকানো সম্ভব নয়। কমিটিতে সিনিয়র মহিলা চিকিৎসকরা রয়েছেন, যাঁরা জনস্বাস্থ্যের জন্য জীবন উৎসর্গ করেছেন। সকলের কথা শুনবে কমিটি, ইন্টার্ন, আবাসিক, সিনিয়র আবাসিক, নার্স, প্যারামেডিক্যাল কর্মী।
- পরিবারের সদস্য ভর্তি থাকাকালীন আমি নিজে সরকারি হাসপাতালের মেঝেতে শুয়েছি: প্রধান বিচারপতি।
- কখনও কখনও ৪৮ ঘণ্টা ডিউটি করতে হয়। প্রতিকূল পরিস্থিতিতে শারীরিক এবং মানসিক ভারসাম্য ঠিক রাখা যায় না। গুরুতর অপরাধের কথা না হয় বাদই দিলাম।
দেহরস নিয়ে সোশ্যাল মিডিয়ায় চাউর হওয়া তত্ত্ব ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরই খারিজ হয়ে যায়। ফরেন্সিকক বিশেষজ্ঞ অজয়কুমার গুপ্ত জানান, এক্সটার্নাল এবং ইন্টার্নাল জেনিটেলিয়া বলতে বোঝায় জরায়ু এবং তার সঙ্গে আর যা কিছু আছে। দুই দিকের ওভারি…সেই স্ট্রাকচারটির ওজন ১৫১ গ্রাম। তরলের আলাদা বিবরণ রয়েছে। সেটা আলাদা সংগ্রহ করা হয়েছে। সেটা পাঠানো হয়েছে। টুথপেস্টের টিউবের মতো বিষয়। টুথপেস্ট নেওয়া হয়ে গিয়েছে। টিউবটির ওজন বলা হচ্ছে। (RG Kar Case)
অর্থাৎ ভিসেরার জন্য ১৫১ গ্রাম ওজনের দেহাংশ সংগ্রহ করা হয়। সংগ্রহ করা হয় দেহরস-সহ এন্ডো সার্ভাইকাল ক্যানালের অংশ। ভিসেরার জন্য মৃতার ১৫১ গ্রাম ওজনের দেহাংশ পাঠানো হয় ফরেন্সিকে। ভিসেরার জন্য মৃতার শরীরের সংগৃহীত অংশের সঙ্গে দেহরসের কোনও সম্পর্ক নেই।
আরও দেখুন