কলকাতা: আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। কিন্তু ১০ দিনেরও বেশি পার হয়ে গেলেও, এখনও পর্যন্ত আর কেউ ধরা পড়েনি। তদন্ত কোন পথে এগোচ্ছে, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এবার সেই নিয়ে সরব হলেন জুনিয়র চিকিৎসকরা। কবে শাস্তি হবে দোষীদের, প্রশ্ন তুলছেন তাঁরা। (RG Kar Protests:)
আর জি কর কাণ্ডে বুধবারও অব্যাহত প্রতিবাদ, মিছিল। এদিন সিজিও কমপ্লেক্স অভিযানে যান তাঁরা। ৩১টি মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা আজ সিজিও কমপ্লেক্স অভিযানে যান। সকাল ১১টা থেকে শুরু হয় জমায়েত। সিনিয়র চিকিৎসকরাও পৌঁছন একে একে। সেখানে কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন ওঠে। (RG Kar CBI Investigation)
ব্যানার, পোস্টার হাতে এদিন সিজিও কমপ্লেক্স অভিযানে যান জুনিয়র চিকিৎসকরা। স্লোগান ওঠে, ‘রামমোহনের এই বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘বিধান রায়ের এই বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়’, ‘ধর্ষকদের নেই ঠাঁই, তিলোত্তমা ফাঁসি চায়’। রাস্তার দুই দিকেই সংগঠিত হন জুনিয়র চিকিৎসকরা।
প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, “সিবিআই তদন্ত করছে, কাল প্রধান বিচারপতি বলছেন, কাজে ফিরতে। রাজ্য সরকার রাতের সাথী প্রকল্প এনেছে। নিরাপত্তা আলাদা বিষয়। কিন্তু তার আগে আমাদের দাবি, দোষীকে ধরতে হবে। যে অপরাধ করেছে, তার যেন শাস্তি হয়।” এক সিনিয়র চিকিৎসক বলেন, “জুনিয়রদের চিকিৎসকদের পাশে আছি আমরা, তাই রাস্তায় নেমেছি। সিবিআই তদন্ত শুরু হলেও, এখনও নতুন করে কেউ গ্রেফতার হয়নি। নিরাপত্তার কথা বলা হলেও, যে অপরাধ ঘটে গিয়েছে, তা নিয়ে কিছু হচ্ছে না। শুধু মাত্র এই ঘটনাই নয়, পশ্চিমবঙ্গের বাতাবরণ বিষিয়ে গিয়েছে। পরিবর্তনের দাবিতে পথে নেমেছি আমরা।”
তদন্ত প্রক্রিয়ার অগ্রগতিতে তাঁরা যে সন্তুষ্ট নন, তা জানিয়ে দেন সকলেই। এক জুনিয়র চিকিৎসক বলেন, “আমরা একেবারেই সন্তুষ্ট নই। এত বড় শহর, সিবিআই, রাজ্য সরকার তদন্ত করছে। ১২ দিন কীভাবে পেরিয়ে গেল? এত রকমের আন্দোলন চলছে। নিয়মিত লড়াই চলছে। একটা উত্তর তো আশা করি আমরা? ১২ দিনেও কেন উত্তর মিলছে না।” নিরাপত্তার কথা বলে নজর ঘোরানোর চেষ্টা চলছে বলে অভিযোগ চিকিৎসকদের। আন্দোলনের জেরে এদিন সিজিও কমপ্লেক্সের ফটক বন্ধ করে দেওয়া হয়, ঘিরে ফেলা হয় ব্যারিকেড দিয়ে। মোতায়েন ছিল পুলিশ, কেন্দ্রীয় বাহিনীও।সেই আবহেই আন্দোলন চালিয়ে যান চিকিৎসকরা।
আরও পড়ুন: RG Kar Protest Update : এবার সন্দীপের বিরুদ্ধে তদন্ত করবে ইডিও ? আদালতে মামলা দায়েরের অনুমতি
আরও দেখুন