<p>ABP Ananda LIVE: ‘আজকে আমাদের ডেকেছে না ডাকেনি তার থেকে অনেক বড় প্রশ্ন হল এখনও আমাদের মনের মধ্যে থেকে সেই গ্লানি, সেই ব্যাথা যায়নি। আমরা দুঃখিত, আমাদের মধ্যেও রাগ আছে, বিক্ষোভ আছে কিন্তু সব কিছু পেরিয়ে আমাদের মনে রাখতে হবে আমরা ডাক্তার। আমরা আন্দোলন করছি, তাও আমাদের মনে রাখতে হবে প্রত্যেকের কাছে আমাদের একটা দায়িত্ব আছে। যতক্ষণ আমাদের দেশে সরকার আছে ততক্ষণ আমাদের দেশের পুলিশ এবং আইনশৃঙ্খলা আছে আমরা প্রত্যেকের কাছে মানুষ, শহর, সমাজের কাছে আপনারাও দায়িত্ববদ্ধ’, বললেন কুণাল সরকার।</p>
<p>রণক্ষেত্র বাইপাস, কাদাপাড়ায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ। যুবভারতীর সামনে জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। ডার্বি ভেস্তে গেলেও যুবভারতীর সামনে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। আর জি কর কাণ্ডে বিচার চেয়ে পথে ময়দানের তিন প্রধানের সমর্থকরা। ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহমেডান সমর্থকদের জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল আজকের ডার্বি। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ম্যাচ বাতিল। পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট, জানাল ডুরান্ড কমিটি। ম্যাচ ভেস্তে গেলেও যুবভারতীর বাইরে প্রতিবাদে সামিল হবেন দুই প্রধানের সমর্থকরা। রণক্ষেত্র বাইপাস, কাদাপাড়ায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ। ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান সমর্থকদের জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। ডার্বি বাতিলেও যুবভারতীতে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। লাঠিচার্জ করে প্রতিবাদীদের হটিয়ে দেয় পুলিশ। দুই ক্লাবের একাধিক সমর্থকদের প্রিজন ভ্যানে তোলা হয়। আর জি করের ঘটনায় দিকে দিকে বিক্ষোভ, পথে নামল টলিউড।</p>
Source link
আন্দোলন করছি, তাও মনে রাখতে হবে প্রত্যেকের কাছে আমাদের একটা দায়িত্ব আছে: কুণাল সরকার
Read Time:2 Minute, 45 Second