কলকাতা: আরজিকরে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য। সরব গোটা দেশ। ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশ পেয়ে পুলিশের থেকে মামলা হস্তান্তর হয়ে গিয়েছে সিবিআই-র হাতে। এই মামলায় সক্রিয় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এবার RG কর এর প্রাক্তন অধ্যক্ষকে সন্দীপ ঘোষকে CGO-তে নিয়ে এল CBI ।
প্রসঙ্গত, আর জি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার পর থেকেই, আন্দোলনকারী ও বিরোধীদের নিশানায় সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যাঁকে আগেই ছুটিতে যেতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, আর এবার তাঁকে ‘প্রভাবশালী’ বলেছেন প্রধান বিচারপতি। আর জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবারই তাঁকে CGO কমপ্লেক্সে নিয়ে গেল সিবিআই।
এদিন সন্দীপ ঘোষকে উদ্দেশ্য করে তখন কার্যত কটাক্ষের সুরে প্রধান বিচারপতি বলেন, আপনি প্রভাবশালী ব্যক্তি। পুলিশ আপনাকে নিশ্চয়ই নিরাপত্তা দেবে। রাজ্য আপনার সঙ্গে আছে, আপনার বাড়িতে ৫০০ পুলিশ মোতায়েন করে দেবে। রাজ্য নিরাপত্তা না দিলে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেব। CBI অফিসে যাওয়ার জন্য আপনাকে রাজ্য নিরাপত্তা দেবে। আপনি যদি তারপরেও নিরাপত্তার অভাব বোধ করেন, তাহলে CBI- কে আপনার বাড়িতে ডাকুন। তারাও এসে আপনার বাড়ি দেখে যাক।
CBI সূত্রে দাবি, সন্দীপ ঘোষকে তলব করে বৃহস্পতিবার নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে তিনি হাজিরা দিতে পারছিলেন না। এরপরই এদিন CBI-এর তরফে তাঁকে বলা হয়, সল্টলেকের কাছাকাছি কোথাও আসতে। সেখান থেকে তাঁকে CGO কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে। সেই মতো এদিন ই এম বাইপাসের ধারে, কোনও এক জায়গায় এসেছিলেন সন্দীপ ঘোষ। CBI অফিসাররা তাঁকে গাড়িতে তুলে CGO কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে, কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিতে পারবেন না সন্দীপ ঘোষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যক্ষ হিসেবে কাজে যোগ দিতে পারবেন না তিনি। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক জানিয়েছেন, সন্দীপ ঘোষ সংক্রান্ত কোনও নির্দেশ আমরা হাতে পাইনি। কিন্তু সন্দীপ ঘোষ সকালেই ১৫ দিনের ছুটির আবেদন করেছেন। ন্যাশনাল মেডিক্যাল কলেজে আপাতত পুরনো অধ্যক্ষ অজয় রায় দায়িত্ব সামলাবেন।
আরও পড়ুন, RG কর কাণ্ডে এবার 3 D ম্যাপিং প্রযুক্তির ব্যবহার, আরজিকর মেডিক্যালে পৌঁছল CBI
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন