কলকাতা : ‘বিকাল ৩টের মধ্যে সন্দীপ ঘোষকে ছুটির আবেদন করে লম্বা ছুটিতে যেতে বলুন, না হলে আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব।’ বলে আগেই মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আরজি কর থেকে ইস্তফা দেওয়ার পরেই সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করে পাঠানো হয়। যদিও অধ্যক্ষ হিসেবে তাঁকে মেনে নিতে চাননি ন্য়াশনাল মেডিক্যাল কলেজের পড়ুয়া-চিকিৎসকরা। অধ্যক্ষের ঘরের সামনে প্রশাসনিক ভবনের গেটেই তালা ঝুলিয়ে দেন তাঁরা। এই পরিস্থিতিতে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে ১৫ দিনের ছুটির আবেদন করেন সন্দীপ ঘোষ। তাঁকে ছুটিতে পাঠানো হয়। এবার ‘বিতর্কের’ কেন্দ্রবিন্দুতে থাকা সন্দীপকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আর জি কর চিকিৎসককে ধর্ষণ-খুনের (RG Kar Doctor’s Death) ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণে আর জি কর কাণ্ডে তদন্ত করবে CBI। এনিয়ে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু বলেন, “বিরোধী দলনেতা এবং পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে একটাই দাবি বাকি থাকল । তা হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। এখনই ইস্তফা দিতে হবে স্বাস্থ্যমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে। তার জন্য গণতান্ত্রিকভাবে আন্দোলন চলবে। পশ্চিমবঙ্গের সমগ্র সংবেদনশীল নাগরিক, ছাত্রসমাজ, বেকার, বিশেষ করে মাতৃশক্তি তাঁদের বলব, তাঁরা একটা দাবিতেই আন্দোলন করুন। এই রাজ্যের এই সমস্ত জঘন্য, নারকীয়, বর্বর ঘটনার যিনি ‘কুইনপিন’ , যিনি আসল স্থপতি তাঁর পদত্যাগ হবে একমাত্র দাবি। এবার মূল দাবির জন্য আন্দোলনে নামতে হবে। কাল থেকেই আমরা বিজেপি বিধায়করা এই দাবি নিয়ে আন্দোলন করব। বিনীত গোয়েল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ UD কেস করেন। আপনি তদন্তের আগেই UD কেস করেছেন কেন ? UD কেস মানেই- সুইসাইড বা অ্যাক্সিডেন্টাল কেস। দু’টোই নয় এই ঘটনা। এটা গণধর্ষণ। বর্বরোচিত হত্যা। তৃণমূলের পৃষ্ঠপোষকতায় থাকা গুন্ডাদের দ্বারা হত্যা। “
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন