# Tags
#Blog

আরজিকরে DC নর্থ, ‘মহিলা চিকিৎসক খুনে আরও কেউ যুক্ত থাকতে পারে..’

আরজিকরে DC নর্থ, ‘মহিলা চিকিৎসক খুনে আরও কেউ যুক্ত থাকতে পারে..’
Listen to this article



<p><strong>কলকাতা:</strong> আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার ১।&nbsp; তবে এই ঘটনায় আরও কেউ যুক্ত থাকতে পারে বলে পুলিশের অনুমান। এদিন ঘটনাক্রম খতিয়ে দেখতে RG কর হাসপাতালে যান DC নর্থ অভিষেক গুপ্ত।</p>
<p>RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সঞ্জয় রায়। পুলিশ সূত্রে খবর, পেশায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় বহিরাগত হলেও, হাসপাতালে তাঁর অবাধ যাতায়াত ছিল। RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চারতলার সেমিনার রুমে পড়েছিল একটি ব্লু-টুথ নেকব্যান্ডের ছেঁড়া তারের অংশ, তার সূত্র ধরেই জানা যায়<br />সেটি সঞ্জয় রায়ের, এরপরই তাঁকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে খবর। গতকাল টালা থানায় নির্যাতিতার বাবার করা অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে।</p>
<p>আর জি কর মেডিক্য়াল কলেজে কর্তব্য়রত মহিলা চিকিৎসককে খুন। ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে মিলেছে যৌন নির্যাতনের চিহ্ন। গোপনাঙ্গের পাশাপাশি সারা শরীরে মিলেছে অসংখ্য় আঘাতের ক্ষত। আর জি করের মতো সরকারি মেডিক্য়াল কলেজে, চাঞ্চল্য়কর এই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে গোটা শহরে। ধর্ষণ করে খুনের অভিযোগে সরব হয়েছে মৃত চিকিৎসকের পরিবারও।মৃত মহিলা চিকিৎসকের বাবা বলেন, খুন করা হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে।</p>
<p>সূত্র মারফত খবর, আর জি কর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়ের। ঘটনাস্থল থেকে উদ্ধার ইয়ার ফোনের সূত্র ধরে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। সূত্র মারফত আরও খবর, ‘সিসিটিভি-তে দেখা যায় গলায় ইয়ার ফোন ঝুলিয়ে সেমিনার রুমে ঢুকছে সঞ্জয়, ৩০ মিনিট পর সেমিনার রুম থেকে ইয়ার ফোন ছাড়াই বেরোয় সঞ্জয়। অনলাইনে আনানো খাবার খেয়ে বিশ্রাম নিতে যান চিকিৎসক। সিসিটিভি-তে ৪ জনের গতিবিধি লক্ষ্য করা যায়। সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয়ের কথায় অসঙ্গতি ধরা পড়ে।</p>
<p>&nbsp;RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামো নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন পড়ুয়া মহিলা চিকিৎসকরা। হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসককে যৌন নিগ্রহ ও খুনের ঘটনায় নিরাপত্তার দাবিতে আজ কালো ব্য়াজ পরে হাসপাতাল চত্বর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন তাঁরা। মিছিলে যোগ দেন মহিলা চিকিৎসক ও মহিলা স্বাস্থ্য কর্মীদের একাংশ।&nbsp;</p>
<p>&nbsp;আরও পড়ুন, <a title="আগামীকাল প্রবল বর্ষণের সতর্কতা, দুর্যোগের তালিকায় আছে কি আপনার জেলা ?" href="https://bengali.abplive.com/photo-gallery/district/west-bengal-weather-update-yellow-alert-in-7-districts-of-south-bengal-on-11-august-1088306" target="_self">আগামীকাল প্রবল বর্ষণের সতর্কতা, দুর্যোগের তালিকায় আছে কি আপনার জেলা ?</a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1723373078974000&amp;usg=AOvVaw0j7XonjnoRK8H0DUTcm70k">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>
<div class="yj6qo">&nbsp;</div>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal