জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধবাবুর প্রয়াণে শোকাহত, মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাড়ি গিয়ে দেখা করলেন বুদ্ধ-জায়া মীরা ভট্টাচার্য ও সন্তান সুচেতনের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওনার মৃত্যুর বয়স হয়নি। বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়া রাজ্যের জন্য বড় ক্ষতি। বার বার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতে।” বলেন, “মানুষ মনে রাখে কাজের মধ্যে দিয়ে। আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেসব কথা সবই ব্যক্তিগত লেভেলে। সেসব বাইরে আনতে চাই না।”
মমতা জানান, পূর্ব নির্ধানিত কর্মসূচি অনুযায়ী তাঁকে ঝাড়গ্রাম যেতে হবে আন্তর্জাতিক আদিবাসী দিবসের জন্য। এখানে ফিরহাদ, সিপি, ডিজিকে প্রয়োজনীয় সব নির্দেশ দিয়ে যাচ্ছেন। ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস সারাক্ষণ থাকবে। তিনি বলেন, “রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হবে। গান স্যালুট দেওয়া হবে বুদ্ধবাবুকে। বিধানসভায় দেহ নিয়ে যেতে বলেছি।” বিধানসভায় বুদ্ধবাবুর নশ্বর দেহ নিয়ে আসার জন্য বুদ্ধ-জায়া মীরা ভট্টাচার্যকে ফোন করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়ও। পাশাপাশি সবার শ্রদ্ধাজ্ঞাপনের জন্য নন্দনেও দেহ শায়িত রাখার কথা বলেন মমতা। বুদ্ধবাবুর প্রয়াণে এদিন রাজ্যে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী আরও জানান, “এই খবরটা শুনে আমি এতটাই টেনসড হয়ে গিয়েছিলাম যে হাতটা পুরো ঘষে গিয়ে গল গল করে রক্ত বেরিয়েছে। কীরকম একটা লাগছিল!” বলেন, সিঙ্গুর আন্দোলনের পর একবার তিনি, বুদ্ধবাবু ও গোপালকৃষ্ণ গান্ধী বসে কথা বলছিলেন। একটা সুন্দর আলোচনার পরিবেশ ছিল। সেইসময় গোপালকৃষ্ণ গান্ধী তাঁদের কাছে জানতে চান ‘ভরা থাক’ গানের অন্তরাটা কী? তখন মমতা বন্দ্যোপাধ্য়ায় উত্তর দেন, ‘যে পথে যেতে হবে, সে পথে তিনি একা।’ রাজনৈতিকভাবে মতাদর্শগত বিরোধ, ভিন্ন রাজনৈতিক দলের সদস্য হওয়া সত্ত্বেও অতীত দিনের সেই স্মৃতি স্মরণ করে আজ স্মৃতিমেদুর মমতা।
মমতা জানান, আজ রাতে পিস ওয়ার্ল্ডে শায়িত থাকবে বুদ্ধবাবুর মরদেহ। এরপর কাল সকাল সাড়ে ১০টা থেকে আলিমুদ্দিন স্ট্রিটে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো যাবে। বুদ্ধবাবুর ইচ্ছে ছিল, চক্ষুদান, দেহদানের। ইতিমধ্যেই চক্ষুদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামিকার বিকেল ৪টে নাগাদ একটি মিছিল করে আলিমুদ্দিন থেকে এনআরএস হাসপাতালে আনা হবে বুদ্ধবাবুর নশ্বর দেহ। তারপর সেখানেই তাঁর শেষ ইচ্ছে অনুযায়ী দেহ দান করা হবে।
আরও পড়ুন, Buddhadeb Bhattacharjee Passes Away: প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য (১৯৪৪-২০২৪)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)