NOW READING:
‘কুণাল ঘোষকে কেউ ভুল তথ্য দিয়েছেন’, প্রতিক্রিয়া নয়না বন্দ্যোপাধ্যায়ের
March 16, 2025

‘কুণাল ঘোষকে কেউ ভুল তথ্য দিয়েছেন’, প্রতিক্রিয়া নয়না বন্দ্যোপাধ্যায়ের

‘কুণাল ঘোষকে কেউ ভুল তথ্য দিয়েছেন’, প্রতিক্রিয়া  নয়না বন্দ্যোপাধ্যায়ের
Listen to this article


ABP Ananda Live: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য নিয়ে পরপর তৃণমূল কংগ্রেসের পোস্ট। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে পোস্ট কুণাল ঘোষ, ঋজু দত্তদের। ‘সুদীপ বন্দ্যোপাধ্যায় ভালোই আছেন, দলের কাজকর্ম করছেন’। ‘কুণাল ঘোষকে কেউ ভুল তথ্য দিয়েছেন’, প্রতিক্রিয়া সুদীপ-পত্নী ও চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের। ‘ওনার কাছে ঠিক তথ্য নেই, ওনাকে সুস্থ দেখানোর চেষ্টা ওনার পক্ষেই বিপজ্জনক’।
‘সাধন পাণ্ডের ঘটনা মনে রাখা উচিত’, পাল্টা প্রতিক্রিয়া কুণাল ঘোষের। সংসদের অধিবেশনে ৪ এপ্রিল বক্তব্য রাখব, তখন দেখে নেবেন কেমন আছি, জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ঘনিষ্ঠমহল সূত্রে খবর।

 

 

কোনও পোস্টে লেখা, অভিষেককে মানুন। ED, CBI-এর ভয়ে গদ্দার , শুভেন্দুর সঙ্গে লুকায়িত সম্পর্ক ছাড়ুন…! কোথাও আবার লেখা হয়েছে,আগামীকে মানতে হল। কেউ লিখেছেন, আগামীকে মানতে হবে অধিনায়ক অভিষেক ব্য়ানার্জি জিন্দাবাদ। শনিবার ভুতূড়ে ভোটারের প্রসঙ্গ ছাড়িয়ে, কার্যত ছাব্বিশের লড়াইয়ের ব্লু প্রিন্ট এঁকেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।ফের একবার স্পষ্ট করে দিয়েছেন পারফরমেন্সই শেষ কথা।আর এরপর থেকেই সোশাল মিডিয়াজুড়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে একের পর এক পোস্ট সামনে আসছে। কেউ লিখছেন, আজকে যা বুঝলাম আগামীকে মানতেই হবে আগামী তৈরি!এন্ট্রিটা কেমন হল নামটা মনে রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি পোস্ট করে লিখেছেন, পোলা তো নয় আগুনের গোলা। কেউ লিখেছেন, ওদের বলে দিও, ফ্যাম আগেই বলেছিল ‘আগামীকে মানতে হবে’জয়তু অধিনায়ক। 



Source link