<p><strong>হিন্দোল দে, কলকাতা: </strong>বেহালার বাণীতীর্থ গার্লস হাইস্কুলে তালা ভেঙে চুরি ঘটনা ঘটল। লন্ডভন্ড প্রধান শিক্ষিকা ও অ্যাকাউন্টসের ঘর। স্কুলের তরফে জানানো হয়েছে, কোলাপসিবল গেট কেটে ঢুকে স্কুলে চুরি করা হয়। খোয়া গিয়েছে ১০ হাজার টাকা।</p>
<p>বেহালার বাণীতীর্থ গার্লস হাইস্কুলে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল। বৃহস্পতিবার স্কুল বন্ধ হয়। আজ সকালে কেয়ারটেকার এসে দেখতে পান, কোলাপসিবল গেট কাটা হয়েছে। সবমিলিয়ে ভাঙা হয়েছে ৫টা তালা। সমস্ত তালা নীচে পড়ে আছে। প্রধান শিক্ষিকার ঘর ও অ্যাকাউন্টসের ঘর লন্ডভন্ড অবস্থায় রয়েছে। বেহালা বাণীতীর্থ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তী জানিয়েছেন, এখনও পর্যন্ত ১০ হাজার টাকা চুরি গেছে বলে মনে করা হচ্ছে। নথিপত্র ঠিকঠাক আছে কি না, খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ। শুধু টাকাপয়সা নয়, দুষ্কৃতীদের অন্য কোনও উদ্দেশ্যও থাকতে পারে বলে মনে করছেন প্রধান শিক্ষিকা। ঘটনাস্থলে যায় পর্ণশ্রী থানার পুলিশ। </p>
<p>প্রধান শিক্ষিকার ঘর ও অ্যাকাউন্টসের ঘর মোট সাতটি আলমারি রয়েছে। প্রতিটি আলমারির লকার খোলা। প্রধান শিক্ষিকা জানিয়েছেন, ব্যাঙ্ক থেকে তোলা ছিল ১০ হাজার টাকা। তা খোয়া গিয়েছে। প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তী বলেন, "স্কুলের গ্রুপ ডি কর্মী শচীনদা স্কুলের গাছগুলিতে জল দিতে এসেছিলেন। এসে দেখেন <a title="মাধ্যমিক" href="https://bengali.abplive.com/topic/wb-madhyamik" data-type="interlinkingkeywords">মাধ্যমিক</a> বিভাগের গেটের তালা ভাঙা। যদিও স্টাফ রুমের কোনও ক্ষতি হয়নি। প্রধান শিক্ষিকার ঘর এবং অফিস ঘর কোলাপসিবল ভাঙা রয়েছে। আমাকে জানানোর পর পর্ণশ্রী থানায় খবর দিই। কিছু টাকা ছিল। প্রায় ১০ হাজার টাকা মতো। ফাইল এদিক ওদিক ছড়ানো ছিল। সম্ভবত ফাইল কিছু খোয়া যায়নি। সেটা কাজ করতে করতে বুঝতে পারব। যে বা যারা এটা করেছে, তারা পরিচিত করেছে। কারণ তারা জানে কোথায় কী রয়েছে। কাল থেকে বাচ্চারা ঢুকবে স্কুলে। খুব নিরাপত্তাহীনতায় ভুগছি।”</p>
<p>চলতি বছর জানুয়ারি মাসে দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে দুর্ঘটনা ঘটে। স্কুল ভবনের উপর থেকে কাচ ভেঙে পড়ে। তাতে রীতিমতো আহত হয় নবম শ্রেণির দুই ছাত্র। দুর্ঘটনার পর গোটা স্কুল জুড়ে হুলুস্থূল পড়ে যায়। জখম ২ ছাত্রকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। দুর্ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Abhishek Banerjee: বেঁধে দিলেন টার্গেট, একাধিক নেতাকে ভর্ৎসনা; উত্তরে বিশেষ নজর অভিষেকের" href="https://bengali.abplive.com/district/west-bengal-assembly-election-2026-tmc-abhishek-banerjee-call-for-reshuffle-north-bengal-1125193" target="_self">Abhishek Banerjee: বেঁধে দিলেন টার্গেট, একাধিক নেতাকে ভর্ৎসনা; উত্তরে বিশেষ নজর অভিষেকের</a></strong></p>
Source link
লন্ডভন্ড প্রধান শিক্ষিকা ও অ্যাকাউন্টসের ঘর, বেহালার স্কুলে তালা ভেঙে চুরির অভিযোগ

+ There are no comments
Add yours