জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় উত্তাল সারাদেশ। এপার বাংলার রাত দখলের মতোই বাংলাদেশের মেয়েরাও নেমেছে পথে। সাম্প্রতিক সময়ে ধর্ষণসহ নারী ও কন্যাশিশুদের উপর অত্যাচারের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। এবার তাদের মধ্যেও কিছু মানুষের বিরুদ্ধে আওয়াজ তুললেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
‘ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে মৃত্যু’এমন স্লোগানে নেটদুনিয়ায় চলছে নানা প্রচার। যেখানে একমত হয়েছে অনেকেই। পাশাপাশি অনেক তারকারাও নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকেই আবার নিজেদের উদ্বেগের কথাও জানাচ্ছেন। তেমনই এক উদ্বেগের কথাই শোনা গেল অভিনেত্রী জিনাত সানু স্বাগতার কণ্ঠে। অভিনেত্রী জানান, তাঁর পরিচিতি এমন অনেকেই ধর্ষকের বিচার চাইছেন, যারা নিজেরাই কাজের বিনিময়ে তাঁকে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন।
আরও পড়ুন- Kajol on Deb Mukherjee: ‘তুমি নেই, ভাবতেও পারি না’, কাকা দেব মুখার্জির মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন কাজল…
গতকাল শুক্রবার ফেসবুক পোস্টে স্বাগতা লিখেছেন, ‘আমার নিউজফিডে প্রচুর পুরুষকে দেখছি ধর্ষকের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে। রাজি হইনি বলে চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে তারাও কি ধর্ষক নয়?’
আরও পড়ুন- Aamir Khan Viral Video: কিরণের সঙ্গে একই বিল্ডিংয়ে থাকছেন আমির-গৌরী! একসঙ্গে করছেন পার্টিও, ভাইরাল ভিডিয়ো…
অভিনেত্রীর সেই পোস্টে একজন লিখেছেন, ‘তারা তোমার অনুমতি চেয়েছে, জোর জবরদস্তি করেনি ইচ্ছার বিরুদ্ধে। তোমার যেমন “না” বলার স্বাধীনতা আছে, তাদেরও তেমন কাজে “না” নেওয়ার স্বাধীনতা আছে।’সেই মন্তব্যের জবাবে স্বাগতা লিখেছেন, ‘এটা হলো সিন্ডিকেট করে কাজ বন্ধ করা। যেন আমি বাধ্য হই ইয়েস বলতে। টেকনিকালি ধর্ষণ, যদি কাজ করতেই হয় তাহলে রাজি হতেই হবে…।’তবে কারা কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছিল, তাদের নাম ফাঁস করেননি এই অভিনেত্রী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)