NOW READING:
Bangladesh: বদলের বাংলাদেশ ইফতারে সামান্য ফল জোটানোও চাপের, ডাকাতি হচ্ছে তরমুজ বোঝাই ট্রলারে
March 15, 2025

Bangladesh: বদলের বাংলাদেশ ইফতারে সামান্য ফল জোটানোও চাপের, ডাকাতি হচ্ছে তরমুজ বোঝাই ট্রলারে

Bangladesh: বদলের বাংলাদেশ ইফতারে সামান্য ফল জোটানোও চাপের, ডাকাতি হচ্ছে তরমুজ বোঝাই ট্রলারে
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রমজান চলছে। ফলের চাহিদা তুঙ্গে বাংলাদেশে। এর মধ্যেই লুঠেরাদের কবলে তরমুজ বোঝাই ট্রলার? এমনই ঘটনা ঘটেছে বাংলাদেশের পটুয়াখলির তেঁতুলিয়া নদীতে। একটি তরমুজ বোঝাই ট্রলারে হানা দিল ৭ জনের একটি ডাকাতদল। শুক্রবার রাত আড়াটে নাগাদ ওই ডাকাতির ঘটনা ঘটেছে। আপাতত ট্রলারটি ধূলিয়া লঞ্চঘাটে নোঙ্গর করে রাখা রয়েছে।

আরও পড়ুন-দেশে ফেরত পাঠানো আগেই মৃত্যু জেলবন্দি ভারতীয়র, বাংলাদেশ থেকে ফিরল বিজলি রায়ের দেহ

পুলিস সূত্রে খবর, পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরশিবা এলাকা থেকে তরমুজ নিয়ে চাঁদপুর নিয়ে যাচ্ছিল ট্রলারটি। পাঁচজন মালিকের ১০ হাজার পিস তরমুজ ছিল ট্রলারটিতে। মধ্যরাতে ডাকাতের ৭ সদস্যের সংঘবদ্ধ দল হামলা চালায় ট্রলারে। তখন ডাকাতদের সাথে হাতাহাতিতে আহত হন ট্রলারের থাকা ৮ জন।

জানা যাচ্ছে গুরুতর আহত হয়েছেন ট্রলারে থাকা শহিদুল মাতবর, মেহেদী হাসান, সেলিম মাঝি। তাদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত বাকীরা হলেন, ফিরোজ মাতবর, বারেক মাতবর, ফরহাদ হোসেন, ফয়সাল, হাবু পেশকার। তাদেরকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। আহত সবার বাড়ি গলাচিপা উপজেলার চরশিবা গ্রামে। আটক ডাকাতকে পটুয়াখালী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link