জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) গত মরসুমে ১০ নম্বরে লিগ শেষ করেছিল! সবার আগে বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল হার্দিক পাণ্ডিয়াদের (Hardik Pandya)। আসন্ন আইপিএলে নীতা আম্বানির (Nita Ambani) ফ্র্যাঞ্চাইজি অতীতের গরিমা ফিরিয়ে আনতে মরিয়া। আগামী ২২ মার্চ থেকে শুরু অষ্টাদশ আইপিএল (IPL 2025)। কিন্তু তার আগেই চড়চড়িয়ে রক্তচাপ বাড়ল মুম্বইয়ের! ভারতীয় দলের মেগাস্টার জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) নিয়ে এল বিরাট আপডেট…
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
বছর ঘুরতে না ঘুরতেই ফের রোহিত শর্মার ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ হয়েছে! গতবছর জুনে ভারত জিতেছিল টি-২০ বিশ্বকাপ। তার আট মাসের ভিতর এই নিয়ে দ্বিতীয়বার ভারতের মুকুটে আরেক আইসিসি-র ট্রফি। নিউ জ়িল্যান্ডকে হারিয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিলেন রোহিতরা। পিঠের চোটের কারণে ছিটকে গিয়েছিলেন দলের এর নম্বর পেসার বুমরা। তবে বুমরার অনুপস্থিতিতে মহম্মদ শামি ও হার্দিকরা আরামসে বৈতরণী পার করিয়ে দিয়েছেন।
পিঠের চোটের কারণে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিহ্যাব করছেন বুমরা। এপ্রিলের আগে নাকি বুমরার পক্ষে মাঠে নামা সম্ভব হবে না বলেই এক প্রথমসারির স্পোর্টস ওয়েবসাইটের রিপোর্ট। সেখানে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘বুমরাহ ঠিক ক’ম্যাচ মিস করবেন তা এখনই বলা যাচ্ছে না, তাঁর ফেরার নির্দিষ্ট তারিখও নিশ্চিত করা যাচ্ছে না।’ সিডনিতে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় দিনে বুমরা পিঠে চোট পেয়েছিলেন। তখন থেকেই তিনি খেলার বাইরে। চলছে ফেরার লড়াই। বেঙ্গালুরুর বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্স ছাড়পত্র দিলেই বুমরা নামতে পারবেন মাঠে।
আইপিএলে এমআইয়ের প্রথম দুই ম্যাচ প্রতিপক্ষের ঘরের মাঠে। আগামী ২৩ মার্চ মুম্বইয়ের আইপিএল অভিযান শুরু চেন্নাই সুপার কিংস বিরুদ্ধে। রুতুরাজ গায়কোয়াড়দের ঘরের মাঠেই খেলবেন হার্দিকরা। এরপর দ্বিতীয় ম্যাচ শুভমন গিলদের গুজরাত টাইটান্সের ঘরের মাঠ আহমেদাবাদে। আগামী ৩১ মার্চ হার্দিকরা মরসুমের প্রথম ঘরের ম্যাচ খেলবেন কেকেআরের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এরপর ৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে। ৭ এপ্রিল আরসিবি-র বিরুদ্ধে এমআই ফের খেলবে ওয়াংখেড়েতে। এবার দেখার কবে বুমরা ফেরেন। বুমরা না খেললেও হার্দিকের কাছে বিকল্প হিসেবে থাকবে ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, রিস টপলে, করবিন বোশ, অর্জুন তেন্ডুলকর, সত্যনারায়ণ রাজু, অশ্বনী কুমার, পাশাপাশি অলরাউন্ডার হার্দিক নিজে তো আছেনই। রয়েছেন রাজ অঙ্গদ বাওয়া।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেললেও বুমরাকে দেখা গিয়েছিল। ভারত-পাকিস্তান ম্যাচের আগে রোহিতদের সঙ্গে খোশমেজাজে বেশ কিছুক্ষণ গল্পও করেন। বুমরা একই দিনে রথ দেখা ও কলা বেচা সেরেছিলেন। হেভিওয়েট ডুয়েলে খেলতে না পারলেও, ভিআইপি বক্স থেকে তিনি টিমের হয়ে যেমন সমর্থন করেছিলেন, তেমনই গতবছরে আইসিসি-র চার পুরস্কারও তিনি নিয়েছিলেন আইসিসি-র চেয়ারম্যান জয় শাহের থেকে। বুমরা গতবছর আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, আইসিসির বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার হয়েছিলেন। পাশাপাশি তিনি আইসিসির বর্ষসেরা পুরুষ টেস্ট দল ও টি-টোয়েন্টি দলেও জায়গা করে নিয়েছে। পদক ও স্মারক টুপি পেয়েছেন বুমরা।
আরও পড়ুন: আমিরকে বিয়ের সঙ্গেই সঞ্জয়ের সঙ্গে…! আইপিএলের আগেই সুন্দরী মালকিনের বড় রহস্য ফাঁস
আরও পড়ুন; বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া, বুক ভেঙে টুকরো টুকরো তারকার, হারালেন ২ বছরের মেয়েকে!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours