NOW READING:
হলুদ শাড়ি -পাঞ্জাবি আর আবিরের মিশেলে মাদুরদহে বসন্ত-যাপন
March 14, 2025

হলুদ শাড়ি -পাঞ্জাবি আর আবিরের মিশেলে মাদুরদহে বসন্ত-যাপন

হলুদ শাড়ি -পাঞ্জাবি আর আবিরের মিশেলে মাদুরদহে বসন্ত-যাপন
Listen to this article



<p>ABP Ananda Live: সবার রঙে রং মেলাতে রাস্তায় নামলেন মাদুরদহের মানুষ। রঙে গুলালে মাতোয়ারা সকলে।&nbsp;হলুদ শাড়ি – পাঞ্জাবি আর আবিরের মিশেলে মাতোয়ারা সকলে।&nbsp;রবীন্দ্রগানে হচ্ছে বসন্ত-যাপন।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>সোনাঝুরিতে দোলে কেন বাধা নেই, পুলিশ অভয় দিতেই ভিড়&nbsp;</strong></p>
<p>সোনাঝুরিতে দোলে কেন বাধা নেই পুলিশ অভয় দিতেই ভিড়। নিজেদের মধ্যে দোল খেলতে ব্যাস্থ সবাই। শান্তিনিকেতনের যে কোন জায়গায় সাধারণ মানুষ দোল খেলতে পারেন কোন বাধা নেই। কোনও নিষেধাজ্ঞা নেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ সকাল থেকে ভিড় করেছে সোনাঝুড়িতে। বন দফতর সোনাঝুরিতে দোল বন্ধের নির্দেশ দেওয়ার পরেই শুরু হয় বিতর্ক। পুলিশ &nbsp;পরিকল্পনা করে সোনাঝুরিতে বসন্ত উৎসব বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা।তারপরেই অতিরিক্ত পুলিশ সুপার , বোলপুর, রানা মুখোপাধ্যায় জানান, সোনাঝুরিতে দোলে কোনও বাধা নেই।</p>



Source link