NOW READING:
রঙের খেলায় মেতে উঠেছে বঙ্গবাসী, গল্ফগ্রিনে আবির খেলা
March 14, 2025

রঙের খেলায় মেতে উঠেছে বঙ্গবাসী, গল্ফগ্রিনে আবির খেলা

রঙের খেলায় মেতে উঠেছে বঙ্গবাসী, গল্ফগ্রিনে আবির খেলা
Listen to this article



<p>ABP Ananda LIVE: বসন্ত জাগ্রত দ্বারে। আজ রঙের উৎসব। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। সবার রঙে রং মেশানোর দিন। নাচে-গানে রঙিন আনন্দে রাঙিয়ে দেওয়ার দিন। দোল উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিগন্তে পলাশের রং। সঙ্গে রবি ঠাকুরের সুর। &nbsp;বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রং খেলা, আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময়। দোলের দিন কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মায়াপুরের ইসকন মন্দির। শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে মন্দিরে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত এসেছেন। মায়াপুরের ইসকন মন্দিরে গৌড় পূর্ণিমা উৎসবের সূচনা হয়। আবির বা অন্য রং নয়, এদিন কৃষ্ণপ্রেমে নিজেদের রাঙিয়ে নেওয়ার পালা। সকালে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, দিনভর বিশেষ পুজোর সঙ্গে হরিনাম সংকীর্তন।&nbsp;</p>



Source link