ইডেনে উইকেট পুজো করে প্রস্তুতি শুরু নাইটদের, প্র্যাক্টিসে চমক রাসেল-রাহানের

Estimated read time 1 min read
Listen to this article


সন্দীপ সরকার, কলকাতা: আন্দ্রে রাসেলকে (Andre Russell) এতটা মরিয়া শেষ কবে দেখা গিয়েছে?

বুধবার সকালে কলকাতায় পা রেখেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। বিকেলে নেমে পড়লেন অনুশীলনে। জেট ল্যাগ, ক্লান্তি – এসব যেন দ্রে রাসের সিলেবাসের বাইরে। বরং সিলেবাসের যে চ্যাপ্টার তাঁকে বারবার অস্বস্তিতে ফেলে, সেই ইয়র্কার সামলানোর প্রস্তুতি সারলেন প্রায় ঘণ্টাখানেক। ইডেনের মাঝ পিচের পাশের উইকেটে তাঁকে থ্রো ডাউনে টানা ইয়র্কার দেওয়া হল। আর রাসেল উড়িয়ে গেলেন। দু-একটা বলে যে অস্বস্তিতে পড়লেন না তা নয়, কিন্তু দুর্বলতা কাটিয়ে ওঠার মরিয়া চেষ্টা করে গেলেন।

অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) ব্যাটিং বরাবর দর্শনীয় তাঁর ব্যাকরণ মেনে শটের জন্য। ধ্রুপদী ঘরানার জন্য।

সেই রাহানে বুধবার নেটে এক প্রস্ত ব্যাটিং করলেন। তারপর আচমকাই তাঁকে দেখা গেল মূল পিচের পাশের উইকেটে গিয়ে স্কুপ মারতে। রাহানে স্কুপ শট খেলছেন, এই দৃশ্য বড় একটা দেখা যায়নি আগে। কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বের দায়িত্ব যে টি-২০ ফর্ম্যাটে রাহানের সাফল্যের তাগিদ বাড়িয়ে দিয়েছে, বলার অপেক্ষা রাখে না।

চোট-আঘাত আর ব্যক্তিগত সমস্যায় যেন গত কয়েক মাসে চেনা ছন্দে দেখা যায়নি রিঙ্কু সিংহকে।

বুধবার প্র্যাক্টিসের শুরু থেকেই ছিলেন। শুরুতে ক্লাব হাউসের সামনে কিছুক্ষণ শ্যাডো করলেন। যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। তারপর নেটে গিয়ে শুরু করলেন বোলার নিধন যজ্ঞ।

আইপিএল (IPL) চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (KKR) খেতাবরক্ষার লড়াই শুরু ২২ মার্চ। তার ঠিক ১০ দিন আগে, বুধবার, ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে শুরু হয়ে গেল কেকেআরের চূড়ান্ত মহড়া। যে শিবিরের প্রথম দিনই তৈরি হল দুর্দান্ত কিছু কোলাজ। রাসেলের ইয়র্কার সামলানোর প্রস্তুতি, রাহানের স্কুপ-পরীক্ষা, রিঙ্কুর ছন্দে ফেরার লড়াই।

বুধবার বিকেলটা শুরু হয়েছিল উইকেট পুজো করে। প্রত্যেকবারের মতোই। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, অধিনায়ক রাহানে ও কিউরেটর সুজন মুখোপাধ্যায় নারকেল ফাটান। ফুল, মালা দিয়ে, ধুপ জ্বালিয়ে স্টাম্প পুজো করা হয়।

সেটা যদি হয় প্রার্থনার ছবি, তাহলে পরের ঘণ্টা তিনেক সময়ে দেখা গেল তাণ্ডবের পূর্বাভাস। বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, স্পেন্সার জনসন ও রহমানউল্লাহ গুরবাজ – চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা চার ক্রিকেটার এখনও শিবিরে যোগ দেননি। তবে চোট সারিয়ে বোলিং শুরু করেছেন অনরিক নখিয়া।

সব মিলিয়ে প্রথম দিনই ট্রফি ধরে রাখার স্বপ্ন দেখাতে শুরু করলেন নাইটরা। টিকিটের চাহিদা আরও বাড়ল বলে।

আরও পড়ুন: কবে অবসরের পরিকল্পনা রয়েছে রোহিত শর্মার? জানিয়ে দিলেন ছোটবেলার কোচ

আরও দেখুন





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours