<p>ABP Ananda Live: ‘শুভেন্দু অধিকারী কেন বলেছেন কারণ বিজেপি দলের কিছু বিধায়ককে সাসপেন্ড করেছে, মার্শাল দিয়ে বার করে দিয়েছে । স্পিকার স্যার বার করে দিয়েছে। সেই রাগটা মুসলিমদের ওপর মেটাচ্ছে। শুভেন্দবাবু ২০২৬-এ আসলে এই কাজটা করবেন, ২০২৬-এ তাঁর দলের কটা বিধায়ক নিয়ে আবার বিধানসভায় ঢুকবেন তা নিয়ে শুভেন্দুবাবুর ভাবা দরকার’। বললেন নওশাদ সিদ্দিকি।</p>
<p> </p>
<p>তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের শুভেন্দু অধিকারীর হুমকির ঘটনায় থানায় কংগ্রেস নেতা! চাকুলিয়া থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের আলি ইমরান রামজের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানির অভিযোগে থানায় কংগ্রেস নেতা। ‘কেন শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করে গ্রেফতার করবেন না মুখ্যমন্ত্রী ?’ ভোট ভাগাভাগির রাজনীতির অভিযোগে মমতা-শুভেন্দুকে একযোগে আক্রমণ কংগ্রেস নেতার।</p>
<p>আলি ইমরান বলেন, "মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে এখন অবধি একটা এফআইআর করা হল না কেন ? উনি নিজে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। এখন অবধি শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হল না কেন ? এটা প্রমাণ করে, তৃণমূল ও বিজেপি এক হয়ে এই যে খেলা হবে স্লোগান চালাচ্ছে, এটাই খেলা। বিজেপি-তৃণমূল মিলে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক খেলা খেলছে। বিজেপিকে দিয়ে, শুভেন্দুকে দিয়ে মুসলমানের উপরে আঘাত করবে আর মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানের পক্ষে কথা বলবে। যাতে মুসলমানরা মমতা ভোটবাক্সে বন্ধ হয়ে থাকবে। আর হিন্দুদের বিজেপি ভোটবাক্সে বন্ধ করবে। আমি প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আমার তরফ থেকে এফআইআর চাকুলিয়া থানায় জমা দিয়েছি। আজই মেলের মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এর কপি এবং তার সঙ্গে ওঁর কাছে একটা অনুরোধ চিঠি পাঠাচ্ছি যাতে আপনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করে তাঁকে গ্রেফতার করার ব্যবস্থা করুন।" </p>
Source link
২০২৬-এ দলের কটা বিধায়ক নিয়ে আবার বিধানসভায় ঢুকবেন তা নিয়ে শুভেন্দুবাবুর ভাবা দরকার : নওশাদ

+ There are no comments
Add yours