কলকাতা: তাঁর নেতৃত্বে দশ বছরের ট্রফি খরা কাটিয়ে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (kkr) । ২০১৪ সালের পর ২০২৪, দীর্ঘ ১০ বছর পর ফের আইপিএলে শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার দল । অথচ সকলকে স্তম্ভিত করে দিয়ে আইপিএল নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছিল কেকেআর । তিনবারের চ্যাম্পিয়নরা রিটেন করেনি শ্রেয়স আইয়ারকে । পরে তাঁকে নিলাম থেকে দলে নেয় পাঞ্জাব কিংস ।
কেকেআরের সেই উপেক্ষার এতদিন পর নীরবতা ভাঙলেন শ্রেয়স । ফাটালেন বোমা । কেকেআর ছাড়ার পর শ্রেয়স এই প্রথমবার মুখ খুললেন । কোনও লুকোচুরি না করেই সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের তারকা বলে দিলেন, ‘আমার মনে হয়, আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আমার যে স্বীকৃতি পাওয়া উচিত ছিল, সেটা পাইনি । নিজের কাজটা সৎভাবে করার পরেও কেউ গুরুত্ব বা দিলে খারাপ তো লাগেই ।’
গতবারের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়সকে এবার রিটেনশনের তালিকাতেই রাখেনি কেকেআর । শোনা গিয়েছিল, শ্রেয়স কেকেআরে থাকার জন্য যে অঙ্কের চুক্তি করার কথা বলেছিলেন, তাতে রাজি হয়নি নাইট রাইডার্স কর্তৃপক্ষ । সেই কারণেই বিচ্ছেদ । যদিও আনুষ্ঠানিকভাবে কোনও পক্ষই এ নিয়ে সরাসরি কিছু বলেনি ।
শ্রেয়সকে কেন ধরে রাখা হল না, তা নিয়ে নাইট ভক্তরা অনেকেই বেশ হতবাক হয়েছিলেন । পরে ফ্র্যাঞ্চাইজির তরফে বলা হয়, তাদের তরফে চেষ্টা করা হয়েছিল শ্রেয়সকে ধরে রাখার । কিন্তু শেষ পর্যন্ত দু পক্ষ একমত হতে পারেনি । কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর বলেছিলেন, ‘রিটেনশনটা পরস্পরের প্রতি সম্মানের ব্যাপার । এ ক্ষেত্রে সেটা ছিল না ।’
আরও পড়ুন: মাহভাশের সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা, বিচ্ছেদ-পর্বেই চাহালের সঙ্গে পুরনো ছবি ফেরালেন ধনশ্রী
এবার এ নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দিলেন শ্রেয়স । বলে দিলেন, তাঁকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি । শ্রেয়স বলেছেন, ‘আমার প্রধান লক্ষ্য ছিল আইপিএল ট্রফি জেতা । সেটা জিতেছি । কিন্তু দলে যথাযোগ্য সম্মান পাইনি ।’
আসন্ন আইপিএলে মুম্বইয়ের ক্রিকেটারকে দেখা যাবে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসাবে । প্রীতি জিন্টার দলের আইপিএল ট্রফি জয়ের খরা কাটাতে বদ্ধপরিকর শ্রেয়স ।
আরও পড়ুন: কবে অবসরের পরিকল্পনা রয়েছে রোহিত শর্মার? জানিয়ে দিলেন ছোটবেলার কোচ
আরও দেখুন
+ There are no comments
Add yours