NOW READING:
Eating Disorder: মোটা হয়ে যাব, ভয়ে শুধু জল খেয়ে ওজন ২৪ কেজি! ভয়ংকর মৃত্যু শ্রীনন্দার…
March 11, 2025

Eating Disorder: মোটা হয়ে যাব, ভয়ে শুধু জল খেয়ে ওজন ২৪ কেজি! ভয়ংকর মৃত্যু শ্রীনন্দার…

Eating Disorder: মোটা হয়ে যাব, ভয়ে শুধু জল খেয়ে ওজন ২৪ কেজি! ভয়ংকর মৃত্যু শ্রীনন্দার…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্তমানে কম-বেশি অনেকেই স্বাস্থ্য সচেতন। কেউ জিম যাচ্ছেন, আবার কেউ যোগা করছেন। ব্যায়ামের পাশাপাশি করছেন ডায়েটও। কারণ ব্যায়ামের সঙ্গে খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করলেই ওজন-গঠন সবকিছুই বজায় থাকবে। অনেকেই এই ডায়েট চার্ট নিজের প্রশিক্ষকের থেকে কিংবা পুষ্টিবিদের থেকে নিয়ে থাকেন। আবার এমনও অনেকে আছেন যারা সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে থাকে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

সেই রকমই এক ১৮ বছরের তরুণী স্বাস্থ্য মেনটেন করতে গিয়ে চরম পরিণতির শিকার হলেন। জানা গিয়েছে, কেরালার এক ১৮ বছরের তরুণী ওজন কমানোর জন্য ইউটিউবের উপর নির্ভর হয়ে পড়ে। কয়েক মাস ধরে শুধুই জল পান করে বেঁচেছিলেন। ফলে তিনি ‘অ্যানোরেক্সিয়া’ নামক রোগে আক্রান্ত হয়ে মারা যান।

কেরালার কন্নুরের কুথুপরম্বরের বাসিন্দা শ্রীনন্দা ‘ইটিং ডিসওর্ডার’ আক্রান্ত হয়ে পড়েন। এই রোগের আক্রান্তরা সাধারণত নিজেদের খাদ্যাভাস এবং ওজন নিয়ে অতিরিক্ত মাত্রায় চিন্তা করে থাকে। এবং রোগা হওয়া সত্ত্বেও মনে করতে থাকে যে তারা ‘ওভারওয়েট’। তাই তার যথাসম্ভব খাবার খাওয়া এড়িয়ে চলতে শুরু করে।

শ্রীনন্দার পরিবার সূত্রে জানা গিয়েছে, সে প্রায় ৫-৬ মাস ধরে এই রোগে ভুগছিলেন। কয়েক মাস ধরেই শ্রীনন্দা খাবার খাওয়া প্রায়ই বন্ধ রেখেছিলেন এবং পরিবারের থেকে এই বিষয় লুকিয়ে রেখেছিলেন। পুলিস জানিয়েছেন, প্রায় পাঁচ মাস আগে শ্রীনন্দাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এবং ডাক্তাররা তাঁকে খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এবং তাঁকে মনোবিদ দেখানোরও পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি খাবার খেতেন না। দীর্ঘদিন গরম জল পান করে বেঁচেছিলেন।

আরও পড়ুন:Harry Potter Famed Actor Died: হলিউডে শোকের ছায়া! আচমকাই চলে গেলেন ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা…

শ্রীনন্দার পরিবার তাঁকে কোঝিকোড় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। দু’সপ্তাহ আগে শ্রীনন্দার রক্তে শর্করার মাত্রা কমে যায়। ফলে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে থ্যালাসেরি কো-অপারেটিভ হাসপাতালে ভর্তি করানো হয়। একজন কনসালট্যান্ট চিকিৎসক ডাঃ নাগেশ মনোহর প্রভু বলেন যে, প্রায় ১২ দিন আগে তাকে হাসপাতালে আনা হয়েছিল এবং সরাসরি আইসিইউতে ভর্তি করা হয়েছিল। যখন তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তাঁর ওজন ছিল মাত্র ২৪ কেজি। দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন শ্রীনন্দা, শয্যাশায়ী হয়ে পড়েছিলেন তিনি।

চিকিত্‍সক আরও জানান, শ্রীনন্দার সুগার লেভেল, সোডিয়াম, রক্তচাপ কম ছিল। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু তাঁর অবস্থার কোনও উন্নতি হয়নি। শতচেষ্টা করলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link