রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই কংগ্রেস নেত্রী, ভারত জয় পেতেই ‘ডিগবাজি’ !

Estimated read time 1 min read
Listen to this article


Shama Mohamed : রোহিত শর্মার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেই বদলে গেল সুর। কংগ্রেস নেত্রী খেলেন ‘ডিগবাজি’ ! একেবারে ‘ফ্যাট আনফিট ‘ রোহিত হয়ে উঠলেন শামা মহম্মদের অভিনন্দনের পাত্র। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়েছে কংগ্রেস।

আজ কী বলেছেন শামা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে পরাজিত করার পর কংগ্রেসের শামা মোহাম্মদ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে অভিনন্দন জানিয়েছেন। কংগ্রেস নেতা সোশ্যাল মিডিয়া পোস্টে অধিনায়ক রোহিত শর্মাকে “হ্যাটস অফ” বলেছেন। ফাইনালে 83 বলে 76 রান করায় ক্য়াপ্টেনকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

Shama Mohamed : আগে কী বলেছিলেন 
সম্প্রতি ভারত অধিনায়কের ফিটনেস নিয়ে সমালোচনা করেছিলেন কংগ্রেস নেত্রী। তিনি শর্মাকে একজন স্পোর্টসম্যান হিসাবে ফ্যাট বলে উল্লেখ করেছিলেন। তাকে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে “ভারতের সবচেয়ে ‘আনইম্প্রেসিভ’ অধিনায়ক” হিসাবে বর্ণনা করেছিলেন। যা পরবর্তীকালে মুছে ফেলেন তিনি।

পাল্টা কী বলেছে বিজেপি

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরই এই বিষয়ে মুখ খুলেছে বিজেপি। কংগ্রেস মুখপাত্রকে তার মুছে ফেলা টুইটের কথা মনে করিয়ে দিতে দ্রুত মিম ও ক্যাপশন সহ একটি টুইট শেয়ার করেছে। যেখানে ভারতের এই জয়কে কংগ্রেসের কাছে রোহিত শর্মার উপযুক্ত উত্তর হিসাবে উল্লেখ করা হয়েছে। 

PM Modi : বিশ্ব ক্রিকেটে ফের নজির গড়ল ভারত। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও এল টিম ইন্ডিয়ার হাতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল ভারত। দেশবাসীর কাছএ যা এক গৌরবের সময়। টিম ইন্ডিযার এই জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।   

PM Modi On Team India Win : কী বলেছেন প্রধানমন্ত্রী 
টিম ইন্ডিযার জয় নিয়ে এক্স-এ প্রধানমন্ত্রী লিখেছেন,  “একটি ব্যতিক্রমী খেলা এবং একটি ব্যতিক্রমী ফলাফল! আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেশে আনার জন্য আমাদের ক্রিকেট দলের ওপর আমরা গর্বিত। এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে ওরা। সবদিকে চমৎকার প্রদর্শনের জন্য আমাদের দলকে অভিনন্দন।”

পাকিস্তান ছিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ। পাকিস্তান আয়োজিত টুর্নামেন্টে উড়ল ভারতের তেরঙ্গা। চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স রোহিতরা। ম্যাচের শেষে মাঠে স্টাম্প নিয়েই ডান্ডিয়া নাচলেন রোহিত-বিরাটরা। দিনের সেরা ছবি হয়ে রইল ভারতীয় ক্রিকেটারদের বাঁধভাঙা উচ্ছ্বাস।

আরও পড়ুন এখানে : ICC Champions Trophy : মরুশহরে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, মোদি দিলেন এই বার্তা

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours