<p><strong>হিন্দোল দে, অনির্বাণ বিশ্বাস, কলকাতা:</strong> বিজয়গড়ে অ্যাপক্যাব চালককে পিটিয়ে খুনের পাঁচ দিন পার। প্রকাশ্যে এসেছে মারধরের সিসিক্যামেরা ফুটেজও। অথচ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর মধ্যেই তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে নিহতের পরিবার। ঘটনার প্রতিবাদে রবিবার যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। সামান্য গাড়ি পার্কিং নিয়ে বচসার জেরে খাস কলকাতার বিজয়গড়ে ক্যাবচালককে পিটিয়ে খুনের মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। আর সেই ঘটনার পাঁচ দিন পরও গ্রেফতারি শূন্য। দুষ্কৃতীরা ধরা তো পড়েইনি, উল্টে নিহতের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। </p>
<p>[yt]https://www.youtube.com/watch?v=vwLlfLTItuM[/yt]<br /> <br />নিহত ক্যাবচালকের ভাই প্রশান্ত সেন বলেন, বিভিন্নরকম মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে আমাদের। আমরা এদিক ওদিক থেকে শুনতে পাচ্ছি যে আমরা এই করে নেব, সেই করে নেব, আপনারা… এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে আমাদের রীতিমতো এখন। বউদি আছে, একটা ছোট বাচ্চা আছে। কীভাবে বুঝে নেবে। আমরা সুরক্ষাটা কোথায় আছে। কাল যে আমি বাড়ি থেকে বেরোব।আমাকে যে বলেছে বুঝে নেবে, কী বুঝে নেবে? নিহতের পরিবার সূত্রে দাবি, মঙ্গলবার রাতে পার্ক করার সময় অ্যাপ ক্যাব চালক জয়ন্ত সেনের গাড়িতে ধাক্কা লেগে একটি বাইক প়ড়ে যায়।তা নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে বচসা হয়। পরিবারের দাবি, সেই ঘটনার জেরে রাত ২টো নাগাদ বাড়ির সামনে আসেন ৫ যুবক।</p>
<p> বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় জয়ন্তকে। শুক্রবার ভোরে হাসপাতালে মৃত্যু হয় অ্যাপক্যাব চালকের। স্থানীয় বাসিন্দা অনিব্রত দাস-সহ পাঁচ জনের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। সিসি ক্যামেরা ফুটেজেও দুষ্কৃতীকে চিহ্নিত করেছেন তাঁরা। কিন্তু পুলিশ এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুনের ধারা যোগ করে দোষীদের শাস্তির দাবি তুলেছে অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড। </p>
<p>আরও পড়ুন,<a title=" যাদবপুরকাণ্ডে বিস্ফোরক দাবি, কোনটাকে ‘গট-আপ’ বললেন শুভেন্দু ?" href="https://bengali.abplive.com/district/bjp-leader-suvendu-adhikari-claims-ju-bratya-basu-attacked-incident-is-totally-got-up-and-tmc-firhad-hakim-cpm-md-selim-setting-1124055" target="_self"> যাদবপুরকাণ্ডে বিস্ফোরক দাবি, কোনটাকে ‘গট-আপ’ বললেন শুভেন্দু ?</a></p>
<p>অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, খুনের মামলা করুক… পরিবারের পাশে থাকব আর্থিক ও সামাজিকভাবে বিজয়গড়ের ঘটনাকে অনিচ্ছাকৃত খুন বলে মানতে নারাজ কংগ্রেসও। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রবিবার যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা-কর্মীরা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, পুুলিশ খুঁজে বেড়াচ্ছে, তদন্ত করছে, নিশ্চয়ই ব্যবস্থা নেবে। রবিবার নিহত অ্যাপ ক্যাব চালকের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গেও কথা বলেন কংগ্রেসের নেতা-কর্মীরা। </p>
Source link
দুষ্কৃতীকে চিহ্নিতর পরেও গ্রেফতারি শূন্য ! চালক ‘খুনে’ পুলিশের ভূমিকায় প্রশ্ন কংগ্রেসের

+ There are no comments
Add yours