যাদবপুরকাণ্ডে বিস্ফোরক দাবি, কোনটাকে ‘গট-আপ’ বললেন শুভেন্দু ?

Estimated read time 1 min read
Listen to this article


শিবাশিস মৌলিক, সত্যজিৎ বৈদ্য ও সন্দীপ সমাদ্দার, কলকাতা: যাদবপুরকাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে আক্রমণ শুভেন্দুর। এদিন বলেন ,’যাদবপুরে সিপিএম-তৃণমূল এক, হাকিম-সেলিমের সেটিং। দেশ বিরোধী কাজ থেকে মাদক সেবন, সব এখানে হয়। শিক্ষামন্ত্রীর ওপর হামলার ঘটনা পুরোটাই গট-আপ। অপ্রাসঙ্গিক সিপিএমকে প্রাসঙ্গিক করার চেষ্টা তৃণমূলের।’

 যাদবপুরকাণ্ড নিয়ে এবার সিপিএম ও তৃণমূলের সেটিংয়ের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পুরোটাই হাকিম ও সেলিমের সেটিং। আদালতের অনুমতি পেয়ে যাদবপুরকাণ্ডে আজ মিছিল করেন বিরোধী দলনেতা। যদিও এই মিছিলকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শুভেনদু অধিকারীর দাবিকে পত্রপাঠ খারিজ করে দিয়েছে সিপিএমও।   

বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছে মমতা ব্যানার্জি। সিপিএম এবং তৃণমূল যাদবপুরের ক্ষেত্রে এক। হাকিম-সেলিমের সেটিং। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুর গাড়ির ধাক্কায় ছাত্রের জখম হওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে! আহত পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে ও আদালতের নির্দেশে খোদ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে FIR হয়েছে। পাল্টা যাদবপুর দখলের হুমকি-হুঁশিয়ারি শোনা যাচ্ছে তৃণমূলের নেতানেত্রীদের গলায়। কার্যত যাদবপুরের ঘটনা নিয়ে সম্মুখসমরে নেমে গেছে তৃণমূল ও সিপিএম। কিন্তু এর পুরোটাই গটআপ এবং সেটিং বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা। 

বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন,’ওগুলো গট আপ। অপ্রাসঙ্গিক সিপিএমকে প্রাসঙ্গিক করার জন্য এটা গটআপ, সেটিং। ১৬ তারিখ (মার্চ) নাগরিক কনভেনশন হবে। ১৮ তারিখে উচ্চমাধ্যমিক শেষ হওয়ার পরে আমরা বাইরের পরিবেশ তৈরি করব এদের বিরুদ্ধে। আর ভিতরের কাজটা ABVP করবে। দেড়শোর কাছাকাছি ছাত্রছাত্রী পড়ুয়া তারা বিজেপির প্রাইমারি মেম্বারশিপ করে নিয়েছে।’ যাদবপুরকাণ্ডে বামপন্থীরা পথে নামায় তাদের পালের হাওয়া কি কিছুটা ঘুরে যাওয়ার আশঙ্কা করছে বিজেপি? সেজন্যই কি এই গটআপের অভিযোগ? প্রশ্ন তুলছেন কেউ কেউ। 

 বিজেপির এই মিছিলকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। উল্টে কুণাল ঘোষ সমাজমাধ্যমে একটি বাসের ছবি পোস্ট করে বলেছেন, বিজেপির হাল! মিছিল যাদবপুর ইস্যুতে যাদবপুরে। কিছু লোক আনতে হল নন্দীগ্রাম থেকে। সিপিএম-তৃণমূলের সেটিংয়ের পাশাপাশি এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী কাজের অভিযোগও তোলেন শুভেনদু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, মাদক, র‍্যাগিং এবং দেশবিরোধী কাজ সব এখানে হয় এবং সেই কারণে আওয়াজ উঠেছে সেকু-মাকুর বিরুদ্ধে।  এই দেশবিরোধী টুকরে টুকরে গ্যাং বিধানসভা ভোট এলে বলবে মোদিজির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। 

আরও পড়ুন, প্রায় ২২ ঘণ্টা পার, বেলঘরিয়ায় শ্যুটআউটে এখনও গ্রেফতারি শূন্য, ‘ত্রিকোণ প্রেমের তত্ত্ব..’ !

যাদবপুর বিশ্ববিদ্যালয় AIDSO নেতা  সৌম্যকান্তি ভট্টাচার্য বলেন, ‘এসবকে আমরা কোনও গুরুত্ব দিচ্ছি না…।’ যাদবপুরকাণ্ডের পর মিছিল করতে চাইলেও, প্রথমে তার অনুমতি দেয়নি পুলিশ। হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। আদালতের অনুমতি নিয়ে এদিন প্রিন্স আনোয়ার শাহ রোডে যাদবপুর থানার ১০০ মিটার আগে পর্যন্ত মিছিল করে বিজেপি ও তাদের যুব মোর্চা। 

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours