<p><span class="yt-core-attributed-string–link-inherit-color" dir="auto">ABP Ananda Live: খুন হয়ে যাওয়ার আশঙ্কা কামারহাটির তৃণমূল কাউন্সিলরের। ‘এই ঘটনার পিছনে ক্ষমতাশালী কারও হাত আছে। এর আগে আমাদের এক কর্মীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছে। কোন গোষ্ঠীর লোক বলতে পারব না। আমারও ভয় আছে, আগেও বলেছি, কোনও লাভ হয়নি। তাই মুখ খুলতে ভয় পাচ্ছি’, বিস্ফোরক কামারহাটির তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। </span></p>
<p> </p>
<p> দোলের আগেই কলকাতায় পারদ পৌঁছতে পারে ৩৫ ডিগ্রির ঘরে। ফাল্গুনের শেষেই কোনও কোনও জেলায় তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই হতে পারে। দক্ষিণবঙ্গ উষ্ণ হলেও উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। </p>
<p>নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। মধ্য অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাডু উপকূল এলাকায়। দোল উৎসবের আগেই কলকাতায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ। বুধ ও বৃহস্পতিবার, বসন্ত উৎসবের আগে বৃষ্টি দার্জিলিং, কালিম্পং সহ ওপরের চার/ পাঁচ জেলায়। আপাতত দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। আপাতত চার পাঁচ দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই।</p>
Source link
‘এই ঘটনার পিছনে ক্ষমতাশালী কারও হাত আছে’, বিস্ফোরক কামারহাটির তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়
