<p>ABP Ananda Live: রাজগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ। বাধা দেওয়ায় BSF-এর ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও বাংলাদেশের পাচারকারীরা। এক BSF কর্মী গুরুতর জখম। পাল্টা আক্রমণে মৃত্যু হয় এক বাংলাদেশি পাচারকারীর। BSF সূত্রে খবর, বাংলাদেশ থেকে ১৫-২০ জন পাচারকারী ভারতে অনুুপ্রবেশ করে। BSF তাদের আত্মসমর্পণ করতে বলায়, পাচারকারীরা লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় BSF-কে লক্ষ্য করে পাথরও ছোড়া হয়। কর্তব্যরত এক জওয়ান গুরুতর জখম হন। পাল্টা গুলি চালায় BSF, ছোড়া হয় স্টান গ্রেনেডও, পরে ওই এলাকা থেকে এক বাংলাদেশি পাচারকারীর দেহ উদ্ধার হয়।</p>
<p><strong>মুখ্যমন্ত্রী সহনশীলতার পরিচয় দিচ্ছেন বলেই যাদবপুরের পুলিশ ঢুকছে না: সায়নী ঘোষ </strong></p>
<p>ফের যাদবপুরকাণ্ডে শাসকের হুঁশিয়ারি, এবার তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তিনি বললেন, "মুখ্যমন্ত্রী অত্যন্ত সহনশীল, জোর করে দমনের নীতিতে বিশ্বাসী নন। এমন গুন্ডামি চলতে থাকলে যাদবপুরের নাম মাটিতে মিশতে খুব বেশি সময় লাগবে না। ৩৪ বছরের সিপিএম আমলের গুন্ডারাজ বন্ধ করে দেখিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী সহনশীলতার পরিচয় দিচ্ছেন বলেই যাদবপুরের পুলিশ ঢুকছে না। মুখ্যমন্ত্রী চাইলে পুলিশ অনেক কিছু করতে পারতেন।"</p>
Source link
সীমান্তে ফের আক্রান্ত BSF, চলল গুলি

+ There are no comments
Add yours