‘বামেদের জাগানোর চেষ্টা চলছে..’ ! যাদবপুরকাণ্ডের পর সুকান্তর নিশানায় ব্রাত্য-মমতা

Estimated read time 1 min read
Listen to this article


কলকাতা: বছর পেরোলেই ছাব্বিশের ভোট। আর সেই ভোট নিয়েই যত কাণ্ড। বাদ যায়নি যাদবপুর (JU Chaos)। এদিন ব্রাত্য বসু-সহ তৃণমূল সুপ্রিমোকে (Mamata Banerjee) নিশানা করার পাশাপাশি ছাড়লেন না বামেদের কটাক্ষ করতেও বিজেপি নেতা সুকান্ত মজুমদার (BJP Leader Sukanta Majumdar)।

এদিন সুকান্ত মজুমদার বলেন, অচলাবস্থাটা খুবই কৃত্রিম, আমার মনে হচ্ছে। চাইলেই কেটে যায়। এটা তৈরি করা হয়েছে। এটা স্পনসর্ড। প্ল্যানড। ব্রাত্য বসু কত বছর শিক্ষামন্ত্রী আছেন ?! তিন বছরের বেশিই হয়ে গিয়েছে। তিনি একবারও যাদবপুরে যাওয়ার প্রয়োজন মনে করলেন না। তিনি হঠাৎ করে ভোটের আগে, যখন ঠিক ১ বছর মত বাকি আছে, তখন তাঁর যাদবপুরে যাওয়ার কী প্রয়োজন হল ? বাম এবং তার সঙ্গে তৃণমূল, এদের নিজেদের পরস্পরের ..প্রতিযোগীতা চলছে।এটা রাজনৈতিক কৌশল। Political agenda , Political planning. বামেরা তো গত লোকসভা নির্বাচনের পর ধপাস করে পড়ে গেছে। তাই বামকে একটু শক্তিশালী করে দেওয়া। সবমিলিয়ে বোধহয় ৬০ লক্ষের আশেপাশে ভোট আছে। আমি বলছি আগামী বিধানসভায় ওটা ৪০ লক্ষে পৌঁছবে।এবার বামেদেরকেই একটু কুম্ভকর্ণের ঘুম থেকে একটু জাগিয়ে দেওয়া হচ্ছে। যাতে কিছু হিন্দু ভোট কাটতে পারেন..’ 

আরও পড়ুন, কর্পোরেটের চাকরি ছেড়েও আকাশ ছোঁওয়া যায়, ৫ বারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জয়ী অজমেঢ় কন্যা বললেন,’ প্যাশনটাই শেষ কথা’

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours