<p><strong>কলকাতা:</strong> ইন্দ্রানুজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মেডিক্যাল বোর্ড। যাদবপুর কাণ্ডের এক সপ্তাহের মাথায় কাল হাসপাতাল থেকে বাড়ি ফিরবে আহত ইন্দ্রানুজ। কাটা হয়েছে চোখের চারপাশের ১৪টি সেলাই। কেপিসি হাসপাতাল সূত্রে খবর, পায়ের চোটের অবস্থাও ভাল। আপাতত বাড়িতে বিশ্রামে থাকতে বলা হয়েছে ইন্দ্রানুজকে। </p>
<p><strong>আরও পড়ুন: <a title="Bankura News: পুড়ে খাক বনাঞ্চল, এখনও জ্বলছে শুশুনিয়া পাহাড়ের বিস্তীর্ণ এলাকা" href="https://bengali.abplive.com/district/bankura-news-susunia-pahar-fire-was-not-completely-under-control-1123707" target="_self">Bankura News: পুড়ে খাক বনাঞ্চল, এখনও জ্বলছে শুশুনিয়া পাহাড়ের বিস্তীর্ণ এলাকা</a></strong></p>
Source link
স্থিতিশীল ইন্দ্রানুজ, কবে হাসপাতাল থেকে মুক্তি? জানিয়ে দিল কর্তৃপক্ষ

+ There are no comments
Add yours