NOW READING:
Pori Moni: পরীমণির জীবনে নতুন প্রেম! শেখ সাদীর বাহুলগ্না অভিনেত্রী? পোস্ট ঘিরে হইচই…
March 6, 2025

Pori Moni: পরীমণির জীবনে নতুন প্রেম! শেখ সাদীর বাহুলগ্না অভিনেত্রী? পোস্ট ঘিরে হইচই…

Pori Moni: পরীমণির জীবনে নতুন প্রেম! শেখ সাদীর বাহুলগ্না অভিনেত্রী? পোস্ট ঘিরে হইচই…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যক্তিগতজীবন নিয়ে প্রায়ই খবরের শিরোনামে থাকেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। এবার ফের চর্চায় তাঁর প্রেম কাহিনী। বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে জড়িয়েছে তাঁর নাম। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন গায়ক। তবে সোশ্যাল মিডিয়ায় এই জুটির বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট তাদের সম্পর্কের রহস্য আরও ঘনীভূত করছে।

আরও পড়ুন- Kabir Suman: দেহদান নয়! ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ কবীর সুমনের…

মঙ্গলবার রাতে নেটপাড়ায় একটি ছবি পোস্ট করেন পরীমণি। যেখানে এক পুরুষের বাহুডোরে দেখা যায় এই অভিনেত্রীকে। নেটিজেনদের দাবি, সেই ছবি পোস্ট করে জীবনে নতুন বসন্তের বার্তা দিয়েছেন পরীমণি। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সেই ছবি। যদিও সেই ছবিতে ভালোবাসার মানুষকে প্রকাশ্যে আনেননি। কেবল তাঁর হাতটাই দেখা গেছে। তবু ভক্তদের চোখ থেকে যেন আড়াল করতে পারেননি। পরীমণির ভক্তদের অনুমান, অভিনেত্রীর পাশে থাকা মানুষ আসলে সংগীতশিল্পী শেখ সাদী। এর কারণ হিসেবে এই গায়কের ব্যবহৃত হাতঘড়ি, শার্টের সঙ্গে পরীমণির পাশে থাকা পুরুষের হাতঘড়ি ও শার্টের মিল খুঁজে পেয়েছেন অনেকেই।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

কেউ লিখেছেন, “শেখ সাদীকে আর আড়ালে রাখতে পারলেন না পরীমণি।” কেউ আবার পরীমণি-সাদীর প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন। এই বিতর্কের জেরে বুধবার রাতেই সেই ছবি ফেসবুক থেকে সরিয়ে নেন। উল্টো নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি গাঁদা ফুলের ছবি প্রকাশ করে ক্যাপশনে পরী লিখেছেন, “গাঁদা ফুল ভুলে গাধা হয়ে গেছিল ভাইইই…!”

আরও পড়ুন- Ranya Rao Arrest: পোশাকের ভেতরে ১২ কোটির সোনা পাচার! বিমানবন্দরে গ্রেফতার অভিনেত্রী রান্যা…

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমণি বলেন, “সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা–ই আমার কাছে।” অন্য়দিকে শেখ সাদী বলেন, “দীর্ঘদিন কাজ করার ফলে পরীমণির সঙ্গে আগেই পরিচয় ছিল। পেশাগত কারণে তাঁর সঙ্গে আমার পরিচয়। মাঝেমধ্যে দেখা ও কথাবার্তাও হয়; এটা নিয়ে বেশি কিছু বলার তো দেখি না।”

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link