BSNL Recharge Plans: মাসে মাত্র ১৩৭ টাকায় রোজ বিপুল ডেটা-কল, BSNL আনল ধামাকা অফার…

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জিও বাজারে আসার পর থেকে যে হারে সবাইকে পিছনে ফেলে এগিয়ে গেছে, তাতে করে নেটওয়ার্ক দুনিয়ায় তীব্র প্রতিযোগীতার সৃষ্টি হয়েছে। এরফলে একের পর এক কোম্পানি ক্রেতাদের মন জয় করতে বাজারে আনছে চমকপ্রদ সব অফার, আর এই অফারের ফাঁদেই পা দিয়ে ক্রেতারা ছেড়ছে বিএসএনএল। এই সরকারী প্রতিষ্ঠানের দিক থেকে ক্রেতাদের মুখ ফেরানোর ফলে বিএসএনএল-এর গ্রাহকের সংখ্যা কমেছে হু হু করে। যদিও এর ফলে একদমই ভেঙে পড়েনি বিএসএনএল। 

আরও পড়ুন- Horoscope Today: পারিবারিক অশান্তি মারাত্মক আকার নিতে পারে বৃষর, কাছের মানুষের বিপদ মিথুনের

সকল কোম্পানিগুলির সঙ্গে পাল্লা দিতে এবার আসরে নামল বিএসএনএল। দারুণ দারুণ সব অফার বাজারে নিয়ে হাজির হতে তারা। তারা চাইছে নতুন বছর থেকেই নতুন অফার দিয়ে গ্রাহকদের ধরতে। যাদের বিএসএনএল-এর সিম আছে তারা যেমন এই অফারটি নিতে পারবেন তেমনই অন্যদিকে যাদের অন্য সিম, তারাও চাইলে সিম বদলে এই অফারটির সঙ্গে যুক্ত হতে পারেন। 

বিএসএনএল এবার বাজারে নিয়ে এসেছে ১৫১ টাকার রিচার্জ প্ল্যান। যদিও এর সময়সীমা ৩০ দিন। এখানে মোট ৪০ জিবি ডেটা পাবেন। এছাড়া আনলিমিটেড ফ্রি কলেরও সুবিধা থাকছে এই রিচার্জের সঙ্গে। 

আরও পড়ুন- 8th Pay Commission: অষ্টম পে কমিশনে ৪০-৫০% বেতন বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের? ন্যূনতম বেতন হতে পারে…

এছাড়াও তারা বাজারে নিয়ে এসেছে ১৯৮ টাকার রিচার্জ প্ল্যান, এই রিচার্জের সময়সীমা ৪০ দিন। এই রিচার্জের সঙ্গে সঙ্গেই মিলবেই প্রতিদিন ২ জিবি করে ডেটা এবং এর স্পিড থাকবে ৪০ কেবিপিএস করে। এছাড়াও এই প্ল্যনের সঙ্গে মিলবে আনলিমিটেড কলের সুবিধাও। 

১৫১ টাকা, ১৯৮ টাকার পর ৪১১ টাকার রিচার্জ এনেছে বাজারে। এই প্ল্যান থাকবে ৯০ দিনের জন্য থাকবে। এখানে আপনি মোট ডেটা পাবেন ১৮০ জিবি। অর্থাৎ এই প্ল্যানের সঙ্গে সঙ্গেই প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। এছাড়াও থাকছে আনলিমিটেড কলের সুবিধা।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

জিও, এয়ারটেল, ভি -এর মতো জনপ্রিয় নেটওয়ার্কগুলির জন্য ক্রমাগত বাজার হারাচ্ছে বিএসএনএল। এই সময় দাঁড়িয়ে তাদের এতো বড়ে প্ল্যানের চমক, সত্যিই কতটা চমকপ্রদ হতে চলেছে ক্রেতাদের কাছে সেটাই এখন দেখার। বাজার ধরতে বিএসএনএল যে এবার তৈরি তা জানিয়ে দিচ্ছে এই প্ল্যানগুলির দ্বারা। যদি সব ঠিক থাকে দেশের অন্যতম পুরনো এই নেটওয়ার্ক ব্যবহার করে লাভ পেতে চলেছে সকলেই। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours