জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) গুজরাটের ভানতারা বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্রের (Vantara wild life rescue and conservation centre) উদ্বোধন ও পরিদর্শন করলেন। ইতিমধ্যেই বহুচর্চিত এই ভানতারায় রয়েছে ২০০০-এরও বেশি প্রজাতির এবং দেড় লাখেরও বেশি উদ্ধার করা, বিপন্ন এবং হুমকির মুখে থাকা প্রাণী। প্রধানমন্ত্রী এখানে বিভিন্ন সুযোগ-সুবিধা খতিয়ে দেখেন।
আরও পড়ুন: IIT Baba Mystery: আশ্চর্য তথ্য! কী ভাবে পুলিসের হাতে পড়লেন আইআইটি বাবা? কেন পুলিস ঢুকল বাবার হোটেলে জানলে…
প্রধানমন্ত্রী মোদী ভানতারায় বন্যপ্রাণী হাসপাতাল পরিদর্শন করেন এবং পশু চিকিৎসার সুযোগসুবিধাগুলি দেখেন। কী কী সুযোগসুবিধা? বন্যপ্রাণীদের এমআরআই, সিটি স্ক্যান, আইসিইউ-সহ রয়েছে প্রাণীদের অ্যানেস্থেশিয়ার বিভাগও। রয়েছে কার্ডিওলজি, নেফ্রোলজি, এন্ডোস্কোপি, ডেন্টিস্ট্রি, ইন্টারনাল মেডিসিন ইত্যাদি-সহ একাধিক বিভাগও। এসবই ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
শুধু যে ঘুরে দেখেন তা-ই নয়, তিনি বন্যপ্রাণের সঙ্গে নানা ভাবে ‘ইন্ট্যাব়্যাক্ট’ও করেন। তিনি নানা প্রাণীর সঙ্গে খেলেন, তাদের খাওয়ান, তাদের সঙ্গে সময় কাটান।
Watch Prime Minister Narendra Modi inaugurated and visited Vantara a wildlife rescue and conservation center in Gujarat, home to over 1 5 lakh rescued animals He explored its advanced veterinary facilities interacted with rare species witnessed surgeries and participated in… pic.twitter.com/XV5j8mELaz
— IANS ians_india) March 4, 2025
এশিয়াটিক সিংহ শাবক, হোয়াইট লায়ন কাব, ক্লাউডেড লেপার্ডের বাচ্চা– যা এক বিরল এবং বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে বিবেচিত– এবং কারাকাল শাবক-সহ বিভিন্ন প্রজাতির সঙ্গে প্রধানমন্ত্রী সময় কাটান ও তাদের খাওয়ানও।
আরও পড়ুন: Hottest Year 2025: ভয়াবহ! ধেয়ে আসছে গ্লোবাল ওয়ার্মিংয়ের অবিশ্বাস্য স্রোত? এ বছর জ্বলেপুড়ে খাক হয়ে যাবে সব…
প্রধানমন্ত্রী এমআরই সেন্টারে একটি এশিয়াটিক লায়নের এমআরআই হতে দেখেন। তিনি অপারেশন থিয়েটারেও যান। যেখানে একটি লেপার্ডের, যেটি গাড়ির ধাক্কায় বিশ্রী ভাবে আহত হয়েছিল, তার অপারেশন চলছিল তখন। ভানতারায় মোদী সমস্ত ডাক্তার, সহযোগী স্টাফ এবং অন্যান্য কর্মীবৃন্দের সঙ্গে কথাবার্তা বলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours