<p>ABP Ananda Live: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে শহর থেকে জেলা, দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি SFI-এর। কলেজ স্ট্রিট থেকে দুপুর ৩টে এবং নাগেরবাজারে সন্ধে ৬টা থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। বিকেল চারটে থেকে মিছিল হওয়ার কথা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। SFI-এর হাওড়া জেলা কার্যালয় থেকে দুপুর ৩টেয় বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সকাল ১১টা নাগাদ প্রতিবাদ মিছিল কর্মসূচি নেওয়া হয়েছে মেদিনীপুরে। যাদবপুরকাণ্ডে SFI-এর ডাকা ছাত্র ধর্মঘট ঘিরে গতকাল জেলায় জেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। একদিে ছিলেন বামপন্থী ছাত্র-ছাত্রীরা। আরেকদিকে তৃণমূল ছাত্র পরিষদ। মোটরবাইক থেকে নেমে ছাত্রীদের মারধর, সপাটে চড়, বামপন্থী আন্দোলনকারীদের কিল-ঘুষি, ধাক্কা মেরে ছাত্রীকে মাটিতে ফেলে দেওয়া, বাদ যায়নি কিছুই। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে শিলিগুড়ি, সর্বত্র ধরা পড়ে এই ছবি। সিংহভাগ জায়গাতেই দর্শকের ভূমিকায় দেখা যায় পুুলিশকে।</p>
Source link
যাদবপুরকাণ্ডের প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি SFI-এর

+ There are no comments
Add yours