<p>ABP Ananda Live: সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল সারা দেশের ৯৩টি ওষুধ! বেশিরভাগ নামী সংস্থার ওষুধই পরীক্ষায় ফেল। তালিকায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ১৬টি ব্যাচের RL ও অন্য স্যালাইন। কোনও নমুনা স্টেরিলিটি পরীক্ষায় ফেল, কোনও নমুনায় মিলেছে ব্যাকটেরিয়া। এ রাজ্যে ফেল দু’টি বহুজাতিক সংস্থার দু’টি বহুল জনপ্রিয় ব্র্যান্ডের ওষুধ। পরীক্ষায় ফেল প্যারাসিটামল, স্নায়ুরোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। পরীক্ষায় ফেল বহুল ব্যবহৃত পেনকিলার, অ্যান্টিবায়োটিক। শিশুদের জন্য ব্যবহৃত সর্দি কাশির সিরাপও পরীক্ষায় ফেল। </p>
<p> </p>
<p><strong>ফের উত্তপ্ত সন্দেশখালি</strong></p>
<p>ফের উত্তপ্ত সন্দেশখালি। দলেরই একাংশের কাঠগড়ায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা হাজি সিদ্দিক মোল্লা। এবার তাঁর বিরুদ্ধে পঞ্চায়েত অফিসের বৈঠকে সরকারি আধিকারিককে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যদের একাংশের অভিযোগ, নির্মাণ সহায়কের হাত-পা কেটে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হাজি সিদ্দিক মোল্লা। </p>
Source link
সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল সারা দেশের ৯৩টি ওষুধ

+ There are no comments
Add yours