সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন, ঢাকা: বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের জারি করা এক নির্দেশিকায় এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন- ‘অপপ্রচার…’, চাপে পড়ে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার অন্য সুর ইউনূসের মুখে
বাংলাদেশ টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায়, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। ৮ আগস্ট শপথ নিয়ে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে থাকা বিভিন্ন স্থাপনার নামও পরিবর্তন করা হয়।
উল্লেখ্য, এর আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম থেকে বাদ দেওয়া হয়েছে বঙ্গবন্ধু নাম। স্টেডিয়ামের নতুন নাম হয়েছে ‘জাতীয় স্টেডিয়ান, ঢাকা’। বাদ দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু’ শব্দটি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের সমর্থকদের উপরে হামলার পাশাপাশি বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার একটা প্রয়াস শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়িতে হামলা হয়েছে। তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকার ওই স্টেডিয়াম। সেইসময় নাম ছিল ঢাকা স্টেডিয়াম। ক্রিকেট ও ফুটবল দুটি খেলাই এখানে হত। ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট এখানেই হয়েছিল। এরপর ক্রিকেট এই স্টেডিয়াম থেকে সরে যায়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতার আসার পর ১৯৯৮ সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours