Travis Head: আতঙ্কে কাঁপছে নেটপাড়া, মহারণে মাথাব্যথা হেড! ভারতের রক্তচাপ বাড়াচ্ছে তাঁর রেকর্ড

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) গত রবিবার, গ্রুপের শেষ ম্যাচে ভারত ৪৪ রানে নিউ জ়িল্যান্ডকে হারিয়েছে। আগামিকাল, মঙ্গলবার প্রথম সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া। রোহিত শর্মা-স্টিভ স্মিথ ডুয়েলের আগে আতঙ্কে কাঁপছে নেটপাড়া!

ভারতীয় সমর্থকরা মনে করছেন যে, একেতে আইসিসি ইভেন্টের নকআউটে অস্ট্রেলিয়া অদেখা অবতারে হাজির হয়। তারউপর মহারণে মাথাব্যথা সেই হেড (ট্রাভিস হেড) (Travis Head), আইসিসি ইভেন্টে ভারতকে দেখলেই হেডের শরীরের ভিতর যেন আলাদাই বিদ্য়ুত্‍ খেলে যায়। অনেকেই তাঁকে আবার ‘ডেভিল’ বা ‘শয়তান’ বলেন। 

আরও পড়ুন:  ১.৫ কোটির নাইট কেকেআরের নতুন ক্যাপ্টেন, ঝুলিতে ৩৬ হাজার রানের সঙ্গে ৬৮ সেঞ্চুরি!

২০২৩ বিশ্বকাপ ফাইনালের শোক কাটিয়ে উঠতে পারেনি ভারতীয় ভক্তরা। যেখানে হেড ১২০ বলে ১৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছিলেন তিনি। শুধু রান করাই নয়, বরং হেড যেভাবে রান করেছিলেন তা ছিল মনে রাখার মতো। একেবারে নির্ভীক হয়ে আক্রমণাত্মক ভাবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে। আহমেদাবাদে ভারতের ২৪০ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৭ ওভারের ভিতর ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল, সেখানে দাঁড়িয়ে হেড চিত্রনাট্যই বদলে দিয়েছিলেন। বিশ্বকাপে ভারতের অপরাজিত অভিযানকে হৃদয়বিদারক করে দিয়েছিলেন। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

এখানেই শেষ নয়, ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা কোনও ভারতীয় কীভাবে ভুলবে। হেডের ম্যাচ জেতানো সেঞ্চুরিই ছিল আরেক নির্মম স্মারক! ওভালের বাউন্সি পিচে যেখানে বেশিরভাগ ব্যাটারই লড়াই করেন, সেখানে হেড ১৭৪ বলে ১৬৩ রান করেছিলেন! হেডই অস্ট্রেলিয়ার হাতে ট্রফি তুলে দিয়েছিলেন। চলতি বছর জানুয়ারিতে, অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে ২০২৪-২৫ বর্ডার-গাভাসকর ট্রফি জেতে। ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায়, সেখানেও হেডের ভূমিকা ছিল। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে তিনি পরপর দু’টি সেঞ্চুরি করেছিলেন, হেড যথাক্রমে ১৪০ এবং ১৫২ রান করেছিলেন। সিরিজে তিনি সর্বোচ্চ রানশিকারি হয়েছিলেন, ৯ ইনিংসে ৫৬-র গড়ে ৪৪৮ রান করেছিলেন। হেডকে ভারতের বিরুদ্ধে বারবার ভয়ানক হয়ে উঠছেন।

আরও পড়ুন: মা আর নেই! ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ফিরলেন দেশে, অজিযুদ্ধের আগে বিরাট ধাক্কা

ভারতের বিরুদ্ধে হেডের তার সামগ্রিক ওডিআই রেকর্ড দুর্দান্ত, ৯ ইনিংসে ৪৩.১২ গড়ে ৩৪৫ রান করেছেন ১০১.৭৬-এর স্ট্রাইক রেট। তবে, একজন ওপেনার হিসেবে, তার পরিসংখ্যান আরও ভয়ঙ্কর! মাত্র ৪ ইনিংসে ১১৮.৩২-এর স্ট্রাইক রেট গড়ে ৭৫.৩৩ রান করে। ভারতের নতুন বলের আক্রমণে তিনি যেভাবে আধিপত্য বিস্তার করেন, তা দেখার মতো। পাওয়ারপ্লেতে একাই খেলা কেড়ে নিতে পারেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours