Oscars 2025: অস্কারের মঞ্চে আচমকা হিন্দিতে বলে উঠলেন সঞ্চালক কোনান ও’ব্রায়েন, ভাইরাল ভিডিয়ো…

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বসেছিল ৯৭তম অ্যাকাডেমি পুরষ্কারের আসর (Oscars 2025) । এবছর সঞ্চালনা করছেন কোনান ও’ব্রায়ান (Conan O’Brien)। অস্কারের অনুষ্ঠান একইসঙ্গে সম্প্রচারিত হচ্ছে সারা বিশ্বের বিভিন্ন দেশে। ভারতীয় দর্শকদের সারপ্রাইজ দিলেন সঞ্চালক। সেখানেই প্রথমবারের মতো সঞ্চালক কোনান ও’ব্রায়ান ভারতীয় দর্শকদের হিন্দিতে সম্বোধন করে অবাক করে দিলেন ডলবি থিয়েটারে উপস্থিত দর্শকদের। হিন্দি ছাড়াও স্প্যানিশ, চিনা এবং আরও বেশ কিছু ভাষার মানুষকেও স্বাগত জানান। 

আরও পড়ুন- Govinda-Sunita Divorce: ‘মেয়ে বড় হয়ে গেছে তাই…’, গোবিন্দার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সুনীতা…

মজাদার স্বরে তিনি ভারতীয় দর্শকদের শুভেচ্ছা জানাতে কিছুক্ষণ বিরতি নিয়ে বললেন, “নমস্কার। নাস্তে কে সাথ অস্কার দেখ রহে হ্যায় আপ লগ,” যার অর্থ, “ভারতের জনগণকে শুভেচ্ছা, সকাল হয়ে গেছে, তাই আমি আশা করি আপনারা অস্কারের সঙ্গেই প্রাতঃরাশ করছেন।”

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

কোনানে এই হিন্দি সম্ভাষণ অনেককেই বিস্মিত করে, ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। কোনান ও’ব্রায়েন অনুষ্ঠানের সূচনা করেন একটি মনোলোগ শুরু করেন যেখানে একাধিক মনোনীত ব্যক্তির কথা উঠে আসে। যার মধ্যে ডেমি মুরের পিছন থেকে বেরিয়ে আসা তার একটি হাস্যকর ক্লিপ দিয়ে, যা সেরা ছবির প্রতিযোগতায় বডি হরর “দ্য সাবস্ট্যান্স”-এর উল্লেখ করে।

আরও পড়ুন- Priyanka Chopra: ‘প্রিয়াঙ্কা জীবনে একজনের সঙ্গেই যেচে সম্পর্ক ছিন্ন করেছে’, মায়ের তোপে কি কিং খান?

প্রসঙ্গত, কোনান ক্রিস্টোফার ও’ব্রায়ান একজন আমেরিকান টেলিভিশন উপস্থাপক, কৌতুকাভিনেতা, অভিনেতা, লেখক এবং প্রযোজক। তাঁর জনপ্রিয় শোয়ের মধ্যে উল্লেখযোগ্য NBC টেলিভিশন নেটওয়ার্কে লেট নাইট উইথ কোনান ও’ব্রায়ান (১৯৯৩-২০০৯) এবং দ্য টুনাইট শো উইথ কোনান ও’ব্রায়ান (২০০৯-২০১০) এবং কেবল চ্যানেল টিবিএস-এ কোনান (২০১০-২০২১)।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours