Auto : এবার ছোট গাড়িতেও স্ট্য়ান্ডার্ড ৬টি এয়ারব্যাগ দেওয়া শুরু করল মারুতি। Maruti Suzuki Alto K10-এ দেওয়া হয়েছে এই সুবিধা। যাত্রী সুরক্ষায় ছোট গাড়িতেও (Cars) এবার বড় বাজি ধরতে চলেছে কোম্পানি। মূলত, প্রতিযোগিতার বাজার (Indian Car Market) ধরতেই একধাপ এগোল সংস্থা।
কত টাকা বেশি লাগবে
বড় গাড়িগুলিতে আগেই 6টি এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড করে দিয়েছে মারুতি। তবে ছোট গাড়ির ক্ষেত্রে এমনটা কেউ আশা করেনি। Alto K10-এ এই বৈশিষ্ট্যের কারণে এর মূল্য বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মূল্য বেড়েছে 16,000 টাকা। এই গাড়ির দাম এখন 4.23 লক্ষ টাকা থেকে শুরু হয়। বাজার বিশেষজ্ঞরা বলছেন, Maruti Suzuki এখনও তার ছোট গাড়ির রেঞ্জে বড় বাজি ধরছে, কারণ তারা বুঝেছে এখনও ছোট গাড়ি তাদের আসল বিক্রির মডেল।
ছোট গাড়ির মডেলে কেমন বিক্রি
মারুতির এমনিতেই অল্টো ভাল বিক্রি হয়। সুইফট প্লাস ব্যালেনো-সহ ওয়াগনের সেলও ভাল। যদিও SUV-র প্রতি মোহের কারণে অন্যত্র ছোট গাড়ির বিক্রি কমে যাচ্ছে। তবে এখনও জ্বালানি সাশ্রয়ী হ্যাচব্যাকের চাহিদা রয়েছে ভারতের গাড়ি বাজারে৷ একটি অল্টোতে 6টি এয়ারব্যাগের আপডেট দেখায়, মারুতি সুজুকি তার ছোট গাড়িগুলিতে নিরাপত্তা সচেতন ভারতীয় ক্রেতাকে অপশন দিচ্ছে।
কী কী অপশন রেছে অল্টোর
Alto K10-এ AMT সহ 1.0l পেট্রোল ইঞ্জিন এবং একটি CNG ভেরিয়েন্টের সাথে ম্যানুয়াল অপশনে পাওয়া যায়। এমনিতেই মারুতির ছোট গাড়ির বিক্রি গ্রামীণ এলাকায় বিপুল চাহিদার কারণে আরও বাড়তে দেখা যাচ্ছে। যদিও অল্টো এখন আর মারুতির সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি না। এটি জনপ্রিয় ছোট গাড়ির রেঞ্জে একটি ভাল বিকল্প। কার ব্লগাররা বলছেন, মারুতি সুজুকি ভবিষ্যতেও SUV ও অন্যান্য মডেলের গাড়ির পাশাপাশি ছোট গাড়িতেও বাজি রাখতে চলেছে।
গাড়ির অন্য খবর
হোন্ডা শাইনের নয়া দাম
বাজারে হোন্ডা শাইন ১২৫-এর দুটি ভ্যারিয়ান্ট রয়েছে। একটি ড্রাম এবং অন্যটি হল ডিস্ক ভ্যারিয়ান্ট। এই বাইকের ড্রাম ভ্যারিয়ান্টের দাম ১২৪২ টাকা বেড়ে গিয়েছে। এখন এই বাইকের এক্স শোরুম দাম রয়েছে ৮৪,৪৯৩ টাকা। এর ডিস্ক ভ্যারিয়ান্টের দাম ১৯৯৪ টাকা বেড়ে গিয়েছে। এই ভ্যারিয়ান্টের এখন এক্স শোরুম দাম রয়েছে ৮৯,২৪৫ টাকা।
Best EV SUVS For Family: পরিবারের জন্য সেরা ইভি SUV, এই তিন গাড়ি দেখতে পারেন আপনি
আরও দেখুন