জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাকলিন মুশতাকের (Saqlain Mushtaq) পর, আরেক পাক কিংবদন্তি ইনজামাম-উল-হক (Inzamam ul Haq), চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) চলতি বিতর্কের আগুনে ঘি ঢাললেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) উপর ফুঁসছেন প্রাক্তন পাক অধিনায়ক। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) বয়কট করার জন্য অন্যান্য বোর্ডকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করলেন। বিসিসিআইয়ের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন ইনজি!
ইংল্যান্ডের প্রাক্তন দুই তারকা নাসের হুসেন ও মাইক আথার্টনের এক বিতর্কের জন্ম দিয়েছেন। দু’জনেই দাবি করেছেন যে, ভারতকে সকল ম্যাচে শুধু দুবাইয়ে খেলতে দিয়ে আইসিসি বাড়তি সুবিধা দিয়েছে। রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের কারণে ভারত সরকার রোহিত শর্মাদের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি, যার ফলে আইসিসি ভারতকে সব ম্যাচ দুবাইতে খেলারই সবুজ সংকেত দিয়েছে।
আরও পড়ুন: গিলকে ফিরিয়ে শুনেছেন ‘অ্যারোগেন্ট আবরার’, বিরাটবন্দনায় পাকিস্তানি জিতলেন ভারতের মন!
এই পরিস্থিতিতে ইনজি বিশ্বব্যাপী আইপিএল বয়কটের ডাক দিয়েছেন। তিনি অন্যান্য বোর্ডগুলিকে মনে করিয়ে দিয়েছেন যে, ভারত তাদের খেলোয়াড়দের বিদেশি লিগেও অংশগ্রহণের অনুমতি দেয় না, তাহলে বিদেশি খেলোয়াড়রা কেন আইপিএল খেলবেন! পাকিস্তানের এক টিভি চ্যানেলে ইনজি বলেন,’চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ দিন। সারা বিশ্বের প্রথমসারির খেলোয়াড়রা আইপিএলে অংশগ্রহণ করে, কিন্তু ভারতীয় খেলোয়াড়রা অন্যান্য লিগে অংশগ্রহণ করে না। অন্যান্য বোর্ডের উচিত তাদের খেলোয়াড়দেরও আইপিএলে পাঠানো বন্ধ করা। যদি বিসিসিআই নিজেদের খেলোয়াড়দের বিদেশি লিগের জন্য ছাড় না দেয়, তাহলে অন্যান্য বোর্ডেরও উচিত পদক্ষেপ নেওয়া।’
আরও পড়ুন: ‘বছরের পর বছর আমাকে…’! আইপিএলের আগেই বিস্ফোরক মালকিন, দিলেন চাঞ্চল্যকর তথ্য!
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
বিসিসিআই-এর চুক্তিবদ্ধ কোনও ভারতীয় খেলোয়াড়ের বিদেশি লিগে খেলার অনুমতি নেই। ভারতীয় ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেওয়ার পরেই তা সম্ভব। পুরোপুরি অবসর বলতে শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়, বিসিসিআই-আয়োজিত আইপিএল এবং কোনও ঘরোয়া টুর্নামেন্টেই খেলা যাবে না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours