<p>BJP News: ‘মুখ্যমন্ত্রী প্যাকেট নেওয়ার কথা বলেছেন’। ‘বলছেন, কিছু ARO প্যাকেট নিয়েছেন’। ‘অর্থাৎ ঘুষের কথা বলেছেন মুখ্যমন্ত্রী’। ‘ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন, তা এক্তিয়ার বহির্ভূত’। ‘ARO-কে কীভাবে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী?’ ‘মুখ্যমন্ত্রী ARO, DM-দের ভয় দেখিয়েছেন’। ‘বহু জায়গায় তৃণমূলের লোকজন মিটিং ডাকছেন’। ‘ভোটার লিস্টকে আবর্জনামুক্ত করতে বলছে তৃণমূল’। ‘হিন্দিভাষী ও মতুয়াদের টার্গেট করা হচ্ছে’। ‘হরিয়ানা, গুজরাতের ভোটার নিয়ে মমতা যা অভিযোগ করেছেন, তা মিথ্যা’। ‘নবান্ন থেকে আধার, ভোটার কার্ড নিয়ে গত শনিবার মনোজ পন্থ সাংবাদিক বৈঠক করেছেন’। ‘BDO, SP-দের উনি চমকেছেন, এটা উনি কখনই করতে পারেন না’। ‘রাজ্যে ভূতুড়ে ভোটারদের তালিকায় তুলেছে তৃণমূল’। ‘৯টি জেলায় ভূতুড়ে ভোটারদের নাম ঢোকানো হয়েছে’। ‘CEC-র নিয়োগকে উনি চ্যালেঞ্জ করে কীভাবে?’ ‘সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে মুখ্যমন্ত্রী বদনাম করছেন’। ‘ভবানীপুরে গুজরাতি, শিখদের টার্গেট করছেন মুখ্যমন্ত্রী’। ‘সংবিধানকে নিশানা করছেন মুখ্যমন্ত্রী'</p>
Source link
‘উনি আমাকে টার্গেট করেছেন’, মমতাকে আক্রমণ শুভেন্দুর

+ There are no comments
Add yours