জি ২৪ ঘণ্টা ডি়জিটাল ব্য়ুরো: রাজনৈতিক পারদ চড়ছে। বিরোধীদের প্রতিবাদ-বিক্ষোভের পর, অবশেষে টনক নড়ল প্রশাসনের। স্রেফ ছবি প্রকাশ নয়, পুণে ধর্ষণকাণ্ডে অভিযুক্তের খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল পুলিস। ড্রোন, কুকুর নিয়ে শুরু হল তল্লাশি।
আরও পড়ুন: Woman Tortures Mother: চুল টেনে, চড় মেরে, কামড়ে মাকে নির্মম অত্যাচার মেয়ের! শিউরে ওঠা ভিডিয়োতে স্তম্ভিত সবাই…
পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম দত্তাত্রেয় রামদাস গাদে। বাড়ি, শিরপুর তালুকের গুনাত গ্রামে। কোথায় গা-ঢাকা দিয়েছে সে? পুলিসের অনুমান, বাড়ির কাছে আখের খেতে লুকিয়ে রয়েছে দত্তাত্রেয়। আজ, বৃহস্পতিবার দিন ড্রোন ও কুকুর নিয়ে চলে তল্লাশি। এর আগে ডাকাতি ও মোবাইল চুরি-সহ একাধিক অপরাধে যুক্ত ছিল দত্তাত্রেয়। তালিকায় কি শ্লীলতাহানি ও ধর্ষণও? খতিয়ে দেখা দেখছে পুলিস।
পুণে গ্রামীণ পুলিসের সুপার পঙ্কজ দেশমুখ জানিয়েছেন, ‘পুণে গ্রামীণ পুলিসের এলাকায় দত্তাত্রেয়র বিরুদ্ধে অপরাধের মামলাগুলি এখন বিচারাধীন। মহিলা লুঠের মামলায়ও অভিযুক্ত সে’। দত্তাত্রেয় পেশা গাড়ির চালক। পুণে থেকে যাত্রীদের নিয়ে আহমেদনগর পর্যন্ত যাতায়াত করে সে। এক মহিলা যাত্রীর কাছ থেকে গয়না লুঠের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে, পরে এখন জামিনে মুক্ত।
ঘটনাটি ঠিক কী? ঘড়িতে তখন সাড়ে ৬টা। মঙ্গলবার পুণের স্বরগেট বাসস্ট্যান্ডে গিয়েছিলেন এক মহিলা। সেখানেই একটি বাসে ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, কোন বাস ছাড়বে, তা দেখিয়ে দেন অভিযুক্তই। কিন্তু সেই বাসে ভিতরে কোনও আলো জ্বলছিল না। অভিযুক্ত জানান, বাসের ভিতরে অন্য যাত্রীরা ঘুমোচ্ছেন। তাই আলো বন্ধ রাখা হয়েছে। এরপর মহিলা বাসে উঠতেই দরজা বন্ধ করে দেন অভিযুক্ত। এরপর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে দেখে, দত্তাত্রেয় রামদাস গাদে রামদাসকে শনাক্ত করেছে। কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত অধরা।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
আরও পড়ুন: Earthquake: হঠাৎই দুলে উঠল মাথার উপরের আকাশ, কেঁপে উঠল পায়ের নীচের মাটি! ভূমিকম্প এবার পাশের পাড়াতেই…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)