<p><strong>কলকাতা:</strong> বছর পেরোলেই ছাব্বিশের ভোট। বলার অপেক্ষা রাখে না, এই ভোটের অনেক কিছুই অপেক্ষা করছে। রাশ কার হাতে থাকবে ? শাসকদলের অন্দরে কিংবা বাইরে,এনিয়ে বিতর্কের অন্ত নেই। সমীকরণ কি বদলাতে চলেছে তবে ? অনেক রহস্যই জিইয়ে রেখে, নেতাজি ইনডোরের কর্মিসভায় মমতা-অভিষেক ২ জনের মুখেই আগামী ভোটে ২১৫-র হুঙ্কার। এদিন তৃণমূল সুপ্রিমো হুঙ্কার দিয়ে বলেন, ‘খেলা আবার হবে। আরেকটু জোরে মারতে হবে…আমরা ২১৫ পার করবো, তার থেকে বেশি হবে, তো কম হবে না'</p>
<p>[yt]https://www.youtube.com/watch?v=pjfPcWmjtA4[/yt]</p>
<p>এদিন মমতা বলেন, ‘খেলা আবার হবে। ২০২৬-এর খেলাটা আরেকটু জোরে মারতে হবে। ক্রিকেট বলটাও, ফুটবলটাও জোরে মারতে হবে। সেই কাজ শুরু হবে ভোটার লিস্ট থেকে। প্রথম কাজ ভোটার লিস্ট। এটা বুথের কর্মীদের করতে হবে। নির্বাচন ছাড়া যারা তাদের ডাকেন না, এটা অপদার্থতা। খবর নেব, কারা কাজটা করলেন ঠিক মতো। ১০ দিন সময় দিচ্ছি। নামগুলো কাটবেন। আমরা ২৬ দিন অনশন করতে পারলে, গণতন্ত্র ফেরানোর দাবিতে ওখানে ধর্না দিতে পারি। আমরা দিল্লি, মহারাষ্ট্র নই, আমরা বাংলা। আমরা অপপ্রচারের উত্তর দিতে জানি। ছলনার উত্তর দিতে জানি। অনেক টাকা! সোশাল মিডিয়ায় ভাইরাল করছেন! ন্য়ারেটিভ চলছে, নেগেটিভ চলছে। ছাত্র-যৌবনকে বলব, তারা যেন এগিয়ে এসে কাজ করে।’ </p>
<p>আরও পড়ুন,<a title=" বাড়িতে ঢুকে মূক ও বধির গৃহবধূকে ‘ধর্ষণ’, স্বামী ফিরে দেখলেন দরজা বন্ধ, চিৎকার করতেই ধাক্কা মেরে পালাল TMC নেতা !" href="https://bengali.abplive.com/district/birbhum/birbhum-news-tmc-leader-got-police-custody-by-court-on-horrible-incident-1122448" target="_self"> বাড়িতে ঢুকে মূক ও বধির গৃহবধূকে ‘ধর্ষণ’, স্বামী ফিরে দেখলেন দরজা বন্ধ, চিৎকার করতেই ধাক্কা মেরে পালাল TMC নেতা !</a></p>
Source link
খেলা আবার হবে,আরও জোরে মারতে হবে ২৬-এ : মমতা
