নয়া দিল্লি: চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিরুদ্ধে হারের পর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। তিন দশক পর এবার প্রথম কোনও আইসিসি টুর্নামেন্ট আয়োজন করেছিল পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও সোশালে কম জলঘোলা হয়নি। তবে এবার পাকিস্তানের এই ভিডিও নিয়ে তুমুল শোরগোল।
‘অপারেশন সুইফট রিটর্ট’-এর ষষ্ঠ বার্ষিকীতে ‘দুশমনা সান’ নামে একটি নতুন গান প্রকাশ করেছে পাকিস্তানি সেনাবাহিনী। ওয়াকিবহাল মহলের মত সেখানে ভারতকে সতর্ক করার চেষ্টা করা হয়েছে। সোশাল মিডিয়ায় সেই গানটি প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্ক হচ্ছে জোর। এদিকে, ভারতে তো বটেই, এই গানটি পাকিস্তানের মধ্যেই সমালোচনার ঝড় তুলেছে।
গানটিতে ২০১৯ সালের ‘অপারেশন সুইফট রিটর্ট’-এর ঘটনাবলী তুলে ধরা হয়েছে। যেখানে পাকিস্তান বিমান বাহিনী দুটি ভারতীয় যুদ্ধবিমানে হামলা চালানোর দাবি করেছিল। সেই ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করা হয়, যাকে পরে ছেড়ে দেওয়া হয়েছিল।
ISPR releases its latest patriotic anthem “Dushmana Sun” to commemorate Operation Swift Retort (27 Feb)—the day Pakistan responded with strength & precision! Listen to the song celebrating our heroes. #PakistanAirForce #DushmanaSun #27Feb pic.twitter.com/T2R1Xx5Kiw
— Islamabad Insider (@IslooInsider) February 25, 2025
গানটিতে সেই সময়কার একদম রিয়েল ফুটেজ ব্যবহার করা হয়েছে। যার মধ্যে রয়েছে সংবাদ চ্যানেলের ক্লিপিং, বিমান বাহিনীর এক ঝলক এবং উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের চা হাতে হাসিমুখে থাকা ছবি। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা, আইএসপিআর, গানটিকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অটল অঙ্গীকারের প্রতীক হিসেবে বর্ণনা করেছে ভিডিওটিতে।
সোশাল মিডিয়ায় পাকিস্তানি সেনাবাহিনীর এই ভিডিওতে একজন পাকিস্তানি ইউজার কমেন্ট করেছেন, “কেউ একজনকে তাদের রবিবারের ম্যাচটি দেখাতে হবে। এখন সময় এসেছে এই লোকদের চা শেষ করে অন্যান্য ক্ষেত্রেও কাজ শুরু করার।” আরেক ইউজার লিখেছেন, ‘ভারত আমাদের শত্রু নয়, এখন আমরা জানি যে এই লড়াই কেবল রাজনীতিবিদদের মধ্যে, জনসাধারণের মধ্যে নয়’। আরেকজন পাকিস্তানি ইউজার লিখেছেন, ‘সীমান্ত ছেড়ে একটি সঙ্গীত ব্যান্ড তৈরি করুন’।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন