জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়োজনে রক্ত দিতে পারে ওরাও! খাস কলকাতায় এবার কুকুরকে বাঁচাতে এবার রক্ত দিল কুকুরই! এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে ‘Breaking News’ দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
আরও পড়ুন: Primary Teacher Recruitment scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI চার্জশিটে ‘জনৈক’ অভিষেক ব্যানার্জির নাম! আইনজীবীর পালটা দাবি…
এক্স হ্যান্ডেল পোস্ট কুণাল লিখেছেন, ‘Breaking News. কুকুরের রক্তদান কলকাতায়। লিওর প্রাণ বাঁচাতে রক্ত দিল কোকো। লিও, ডোবারম্যান, ( সত্যজিৎ বিদ্যার্থীর 10 মাস বয়সী মেল পোষ্য), রক্তের রোগে আক্রান্ত। হিমোগ্লোবিন কাল ৩এ নেমেছিল। জরুরী ভিত্তিতে রক্ত দেওয়া দরকার ছিল। রক্ত দিল কোকো। ঋষিকান্ত মুখোপাধ্যায়ের দশ বছর বয়সী ফিমেল গোল্ডেন রিট্রিভার’। জানিয়েছেন, ‘কাল রক্ত পেয়ে লিও একটু ভালো। এরপর ডায়ালিসিস, কেমোথেরাপি হবার কথা’।
Breaking News. কুকুরের রক্তদান কলকাতায়। লিওর প্রাণ বাঁচাতে রক্ত দিল কোকো।
লিও, ডোবারম্যান, ( সত্যজিৎ বিদ্যার্থীর 10 মাস বয়সী মেল পোষ্য), রক্তের রোগে আক্রান্ত। হিমোগ্লোবিন কাল 3এ নেমেছিল। জরুরী ভিত্তিতে রক্ত দেওয়া দরকার ছিল।
রক্ত দিল কোকো। ঋষিকান্ত মুখোপাধ্যায়ের দশ বছর… pic.twitter.com/l2goc8KSEh— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 26, 2025
অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবে নেতৃত্বে চিকিত্সা চলছে লিও। এক্স হ্যান্ডেলে সেকথা জানিয়ে কুণাল লিখেছেন, ‘পোষ্যদের চিকিৎসার আধুনিক সব যন্ত্র বসিয়েছেন প্রতীপ। কিছুদিন আগেই এটির এই শাখার উদ্বোধনে গিয়েছিলাম। সেই ইউনিট যে এত জটিল চিকিৎসা পরিষেবা দিচ্ছে, জেনে একজন পোষ্যপ্রেমী হিসেবে ভালো লাগল। প্রতীপ এবং টিমকে শুভেচ্ছা। কোকোকে আদর। লিও সুস্থ থাকুক’।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
আরও পড়ুন: Mamata Banerjee | TMC: ইন্ডোরে মেগা বৈঠকে মমতা, ছাব্বিশের লক্ষ্যে সংগঠনে ঝাঁকুনি?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)