রাঁচি: আর মাত্র মাস খানেক বাকি। তারপরই ফের ক্রিকেট মাঠে নেমে পড়বেন তিনি। বছরের যে সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন অসংখ্য ক্রিকেটপ্রেমী।
আইপিএলই তো একমাত্র টুর্নামেন্ট, যেখানে এখনও দেখা মেলে ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni)। তাঁর হেলিকপ্টার শট, মাঠে উপস্থিতি, বাইশ গজে কাটানো প্রত্যেক মুহূর্তের সমর্থনে গলা ফাটাতে তৈরি থাকেন দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী।
আইপিএলের আগে একটি বহুচর্চিত বিষয় নিয়ে কথা বলতে শোনা গেল ধোনিকে। কী সেই বিষয়? বিরাট কোহলি (Virat Kohli) জানিয়েছিলেন, তিনি যখন জাতীয় দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন, একমাত্র ধোনিই তাঁকে মেসেজ করেছিলেন। বাকি অনেকের কাছে তাঁর ফোন নম্বর থাকলেও কেউই সেই পথে হাঁটেননি। এবার সেই বিষয়েই প্রতিক্রিয়া দিলেন ধোনি স্বয়ং। এই প্রথমবার।
এমনিতে ভারতের কিংবদন্তি অধিনায়ক এমএস ধোনি স্বীকার করে নিয়েছেন যে, তিনি তাঁর প্রাক্তন সতীর্থদের সঙ্গে যোগাযোগ রাখার ব্যাপারে দুর্দান্ত কিছু নন। সম্প্রতি হরভজন সিংহও বলেছেন যে, তিনি ধোনির সঙ্গে কথা বলেন না। যদিও বিরাট কোহলি বলেছিলেন যে, তিনি যখন অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান, তখন একমাত্র খেলোয়াড় হিসাবে তাঁকে মেসেজ করেছিলেন ধোনিই। আইপিএলের (IPL 2025) আগে কিংবদন্তি বলেছেন যে, মাঝে মাঝে যখন কারও তাঁকে প্রয়োজন হয়, তখন মেসেজ করে দিলেই তিনি যোগাযোগ করেন।
আরও পড়ুন: এত কলা বাঁদরেও খায় না! বাবর-রিজওয়ানদের বিদ্রুপে ভরিয়ে দিলেন তাঁদের দেশেরই কিংবদন্তি
ধোনিকে প্রশ্ন করা হয়েছিল, কোহলির নেতৃত্ব ছাড়ার সময় কি তিনি তাঁকে মেসেজ পাঠিয়েছিলেন? ধোনি বলেন, ‘এই প্রশ্নটা আগেও অনেকবার করা হয়েছে। জিওহটস্টারের একটি শোয়েও আমাকে এই প্রশ্ন করা হয়েছে। আইপিএলের সময় এর উত্তর পেয়ে যাবেন আপনারা। আমি লোকেদের সঙ্গে যোগাযোগ রাখার ব্যাপারে দারুণ কিছু নই। তবে হ্যাঁ, কখনও কারও প্রয়োজন হলে মেসেজ করে দেয়।’
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও ভারতীয় ওয়ান ডে দলে কোহলির জায়গা নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেকে। তবে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে সমস্ত সমালোচনার জবাব দিয়েছেন কোহলি। ওয়ান ডে ক্রিকেটে নিজের সেঞ্চুরির সংখ্যা নিয়ে গিয়েছেন ৫১ নম্বরে। তিনিই এখন ওয়ান ডে-র ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ক্রিকেটার।
আরও পড়ুন: শুধু জ়িম্বাবোয়ের বিরুদ্ধে রান করেন! বিপর্যয়ের পর বেনজির আক্রমণের মুখে বাবর আজম
আরও দেখুন
+ There are no comments
Add yours