<p><strong>সমীরণ পাল, বসিরহাট :</strong> বসিরহাটের নার্সিং কোচিং সেন্টার থেকে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যুবতীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। আজারুদ্দিন মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত।</p>
<p>আর জি কর মেডিক্যালে, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার ক্ষত এখনও দগদগে। তার মধ্যেই এবার উত্তর ২৪ পরগনা থেকে সামনে এল মারাত্মক অভিযোগ ! বেসরকারি নার্সিং কোচিং সেন্টার থেকে উদ্ধার হল যুবতীর ঝুলন্ত দেহ। গণধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করল পরিবার।</p>
<p>এনিয়ে মৃতার বাবা বলেন, আগে আমি শুনেছি মেয়েকে একটা ছেলে বিরক্ত করত। আমি শুনেছি ও খুব প্রভাবশালী মানুষের কোনও ঘনিষ্ঠ। পরিকল্পনা করে ওকে খুন করা হয়েছে। মেরে দেওয়ার পরে ওকে গলায় দড়ি দিয়ে ঝোলানো হয়েছে। এইসব ছেলেদের একদম ফাঁসিতে ঝোলানো উচিত। </p>
<p>মৃতার স্বামীর দাবি, পরিচিত এক যুবকের সঙ্গে নার্সিং কোচিং সেন্টারের সেমিনারে যোগ দিতে এসেছিলেন ওই যুবতী। সেখানে আসার পর স্বামীর সঙ্গে কথাও হয়েছিল। কয়েক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যুর খবর পান স্বামী।</p>
<p>মৃতার স্বামী বলেন, ‘বসিরহাটে একটা ছেলের সঙ্গে কাজের জন্য এসেছিল। কাজে ডেকে এনে ওই ছেলে ওকে মেরে দিয়েছে। এখানে ওই ছেলের অনেক ক্ষমতা আছে। সেই ক্ষমতার বলে আমার স্ত্রীকে খুন করেছে। আমি চাই ওঁর যে খুনি, সেই খুনির যেন সঠিক বিচার হয়।'</p>
<p>মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে, আজহারউদ্দিন মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত।</p>
<p><strong>অতীতে অপর এক ঘটনা…</strong></p>
<p>এ প্রসঙ্গে উল্লেখ্য, ২০২১ সালে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছিল নদিয়ার কৃষ্ণনগরে। ২০২১ সালের ৪ এপ্রিল ঘটনাটি ঘটেছিল। সেই সময় খ্রিস্টানদের বিশেষ উৎসব চলছিল, গোটা এলাকা তাতে মেতেছিল। সেই সময় কিছু যুবক একজন মহিলাকে তার বন্ধুর নাম করে পাশের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে কেউ ছিল না। ফাঁকা বাড়িতে ওই মহিলাকে বন্ধু ও চারজন মিলে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। গোটা ঘটনা বাড়ি ফিরে তার স্বামীকে জানান। শেষ পর্যন্ত সামাজিক সম্মানহানির ভয়ে নিজের ঘরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন নির্যাতিতা। ৩৭৬ ডি এবং ৩০৬ আইপিসিতে দোষীদের সাজা ঘোষণা হয়। ৩৭৬ ডি-তে যাবজ্জীবন এবং তার সঙ্গে কুড়ি হাজার টাকা ফাইন করা হয়। ৩০৬ ধারাতে ১০ বছর জেল এবং ১০ হাজার টাকা ফাইন। গণধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলায় অভিযুক্ত পাঁচ যুবককে গত জানুয়ারি মাসেই দোষী সাব্যস্ত করেন কৃষ্ণনগর ফাস্ট ট্রাক আদালতের বিচারক। </p>
Source link
বসিরহাটের নার্সিং কোচিং সেন্টার থেকে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার, গণধর্ষণ করে খুনের অভিযোগ !
